Advertisment

BBL: মাথায় ভয়ানক চোটে ছিন্নভিন্ন অস্ট্রেলিয়ার তারকা! খেলা থামিয়ে এম্বুলেন্স ছুটল হাসপাতালে

Sam Harped head injury: হার্পার ক্রস ব্যাট শট খেলার চেষ্টা করছিলেন। সেইসময়েই বল সরাসরি আঘাত করে চিবুকে। গভীর ক্ষত তৈরি হয়। সেইসময় হেলমেট পরে থাকলেও চোট এড়ানো যায়নি। বল সজোরে আঘাত হানে হেলমেটের গ্রিলে। সঙ্গেসঙ্গেই গ্রিল ভেঙে গিয়ে গলায় ক্ষত তৈরি করে। তড়িঘড়ি অনুশীলন বন্ধ করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্যাম হার্পারকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
BBL| Big Bash League | Sam Harper | Sam Harper head injury

BBL, head injury: বড় দুঃসংবাদ বিগ ব্যাশ লিগে (টুইটার)

Accident in Big Bash League 2024: বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল বিগ ব্যাশ লিগ (Big Bash League)। মেলবোর্ন স্টার্স-এর (Melbourne Stars) উইকেটকিপার স্যাম হার্পারকে (Sam Harper) হাসপাতালে ভর্তি করা হল। নেট অনুশীলন চলছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG)। সেখানেই মাথায় আঘাত পান তারকা। সঙ্গেসঙ্গেই এম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারকা উইকেটকিপার-ব্যাটারকে। এবং তড়িঘড়ি স্ক্যান করা হয় তাঁর। বর্তমানে তিনি স্থিতিশীল এবং সজ্ঞানে রয়েছেন।

Advertisment

মেলবোর্ন স্টার্স নিজেদের বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট ক্রিকেটারের শারীরিক আপডেট পেলেই তা জানানো হবে। "এমসিজিতে নেট অনুশীলনে ব্যাট করার সময় স্যাম হার্পারের মাথায় চোট লাগে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে ব্যক্তিগত গোপনীয়তা ভীষণভাবে কাম্য। পরবর্তীতে ক্লাবের তরফে আরও আপডেট দেওয়া হবে।"

কীভাবে চোট লাগল হার্পারের? ইএসপিএন ক্রিকইনফো-য় বলা হয়েছে, হার্পার ক্রস ব্যাট শট খেলার চেষ্টা করছিলেন। সেইসময়েই বল সরাসরি আঘাত করে চিবুকে। গভীর ক্ষত তৈরি হয়। সেইসময় হেলমেট পরে থাকলেও চোট এড়ানো যায়নি। বল সজোরে আঘাত হানে হেলমেটের গ্রিলে। সঙ্গেসঙ্গেই গ্রিল ভেঙে গিয়ে গলায় ক্ষত তৈরি করে। তড়িঘড়ি অনুশীলন বন্ধ করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্যাম হার্পারকে।

আরও পড়ুন- ধোনিকে ১৫ কোটি টাকার ধোঁকা বাঙালি ব্যবসায়ীর সংস্থার! আদালতে ছুটতে হল মহাতারকাকে

ঠিক তিন বছর আগেও বড় চোটের মুখে পড়েন স্যাম। সেই সময় হোবার্ট হ্যারিকেন্স-এর নাথান এলিসের সঙ্গে সংঘর্ষে জড়ান ক্যাচ নেওয়ার সময়। সেই সময়েও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কনকাশন মুক্ত সেই স্যাম এবার আবার-ও বড় চোটের কবলে। সিডনি সিক্সার্স ম্যাচে নামার ঠিক আগে।

Cricket Australia Australia Cricket News Australia Cricket Team
Advertisment