বিশেষ দিনে দুই ক্রিকেটারকে সোশাল মিডিয়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের ধন্য়বাদ জানাতে ধাওয়ান-খলিল একটি বিশেষ ভিডিও বানান। একে-অপরকে উইশ করার পাশাপাশি নেচে-গেয়ে মাতিয়ে দিলেন গব্বর ও তাঁর পার্টনার। ধাওয়ান টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন।
আরও পড়ুন-ভিডিও: ‘ঘণ্টায় ১৭২ মাইল’! আলি জাফরের আগুনে ডেলিভারি আখতারকে, বাকিটা ইতিহাস
দেখুন সেই ভিডিও
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় দলে ধাওয়ান নেই। চোটের জন্য় তিনি বাইরে। অন্য়দিকে খলিল বাংলাদেশের বিরুদ্ধে হতশ্রী পারফরম্য়ান্স করার পর আর সুযোগ পাননি ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে গিয়ে ধাওয়ান তাঁর বাঁ হাটুতে চোট পান। দিল্লির হয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম সুপার লিগের ম্য়াচে স্ট্রেচ করতে গিয়েই হাঁটুতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে তাঁর। বিসিসিআই মেডিক্য়াল টিম ধাওয়ানকে পরামর্শ দিয়েছে সেলাই শুকানো পর্যন্ত অপেক্ষা করতে।
ধাওয়ানের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে সুযোগ পেয়েছেন কেরলের উইকেটকিপার-ব্য়াটসম্য়ান সনজু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে দলে রেখেও সনজুকে একটি ম্য়াচও খেলানো হয়নি। এমনকী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে প্রথমে দলেরই রাখেনি এমএসকে প্রসাদ অ্যান্ড কোং। যা দেখে সোসাল মিডিয়ায় হরভজন সিংয়ের মতো ক্রিকেটাররা ক্ষোভে ফেটে পড়েছিলেন। ধাওয়ানের চোটই ফের সনজুকে দলে ফিরিয়ে আনে।