Advertisment

পাক ক্রিকেটের ক্ষতি করার চেষ্টা করছে মোদির BJP! মারাত্মক অভিযোগ এবার রামিজ রাজার

বিজেপির জন্যই কি পাকিস্তানের ক্রিকেটের এই দুরবস্থা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিজেপির বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলে এবার শোরগোল ফেললেন পিসিবি সদ্য অপসারিত চেয়ারম্যান রামিজ রাজা। বলে দিলেন, বিজেপির নিয়ন্ত্রিত বিসিসিআই পাকিস্তান ক্রিকেটকে খর্ব করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সরাসরি জানাচ্ছেন, ভারতীয়দের চালু মানসিকতা হল, পাকিস্তান ক্রিকেটের উন্নয়নকে ব্যাহত করা। লাহোর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন তীক্ষ্ণ ভাষাতেই ভারত, বিজেপিকে একহাত নেন রামিজ।

Advertisment

তিনি জানিয়েছেন, "দুর্ভাগ্যজনকভাবে ভারতে যা হয়ে চলেছে, তা অনেকটাই বিজেপির মানসিকতার সঙ্গে খাপ খায়। আমি আগেই জানিয়েছিলাম আমাদের কী সম্পত্তি রয়েছে- সেটা পাকিস্তান জুনিয়র লিগ হোক বা পাকিস্তান মহিলা ক্রিকেট লিগ- সেগুলো বন্ধ করে দেওয়া হল। যাতে করে আমরা আইসিসি ফান্ডিংয়ের থেকে বঞ্চিত হই।"

আরও পড়ুন: স্প্যানিশ তরুণীর অন্তর্বাসের তলায় স্পর্শ! ভয়ঙ্কর যৌন-অভিযোগে বিদ্ধ ব্রাজিলের আলভেজ

তিনি আরও বলেন, "আমাদের স্বাধীনতায় আপস করা হয়েছে। কারণ অধিকাংশ সম্পদ ভারতে রয়ে গিয়েছে। ভারতের মানসিকতা যদি পাকিস্তানকে কোণঠাসা করার লক্ষ্য নিয়ে থাকে, তাহলে আমরা এখানেও থাকব না, ওখানেও টিকব না।"

রামিজ রাজা জানিয়েছেন, তিনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে বিশ্বক্রিকেটে অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। যাতে ক্রিকেট অর্থশক্তির কাছে পদানত না হয়। "আগেই নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছিলাম। যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশীয় পর্যায়ের কোনও টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব দেওয়ার ভারত যদি খেলতে আসতে অস্বীকার করে। এবং টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে আমি যা বলেছিলাম তার মোদ্দা কথা হল, আমাদের হাতেও অপশন রয়েছে।" বলে দিয়েছেন রাজা।

আরও পড়ুন: ব্যালন ডি’অরের যুদ্ধে এবার মেসি বনাম এমবাপে! শত্রুতার আবহে কে জিতবেন সেরার সেরা পুরস্কার

সেই ইভেন্টে বাবর আজমের সঙ্গে তাঁর কথোপকথনও ফাঁস করেন তিনি। তিনি পাক ক্যাপ্টেন কে বলেছিলেন, ভারতের কাছে হার কোনও অপশন হতে পারে না। একমাত্র ট্রফি জেতার মাধ্যমেই পাকিস্তান ক্রিকেটকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করা সম্ভব। "ভারতকে হারালেই একমাত্র আমরা দর কষাকষির জায়গায় পৌঁছতে পারব। আমাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের এভাবেই জবাব দেওয়া সম্ভব।" বলে দেন রাজা।

BCCI bjp Pakistan Cricket
Advertisment