Preity Zinta Income: IPL থেকে এত টাকা কামান প্রীতি জিন্টা? তাঁর সম্পত্তি জানলে চোখ কপালে উঠবে

Preity Zinta Income: বলিউডের ডিম্পল গার্ল প্রত্যেক মরশুমে পাঞ্জাব কিংসের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে মাঠে হাজির থাকেন। বহু প্লেয়ার,কোচ এসেছে-গিয়েছে, কিন্তু প্রীতি সেইরকমই রয়ে গিয়েছেন।

Preity Zinta Income: বলিউডের ডিম্পল গার্ল প্রত্যেক মরশুমে পাঞ্জাব কিংসের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে মাঠে হাজির থাকেন। বহু প্লেয়ার,কোচ এসেছে-গিয়েছে, কিন্তু প্রীতি সেইরকমই রয়ে গিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Preity Zinta Income: প্রীতি জিন্টা আইপিএল থেকে শুরু করে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে প্রচুর রোজগার করেন

Preity Zinta Income: প্রীতি জিন্টা আইপিএল থেকে শুরু করে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে প্রচুর রোজগার করেন

Preity Zinta Income from IPL: রবিবার গভীর রাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে আইপিএল ২০২৫-এর (IPL 2025) ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। ১৮ বছর ধরে এই টিমের সহ-কর্ণধার প্রীতি জিন্টা (Preity Zinta)। বলিউডের ডিম্পল গার্ল প্রত্যেক মরশুমে পাঞ্জাব কিংসের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে মাঠে হাজির থাকেন। বহু প্লেয়ার,কোচ এসেছে-গিয়েছে, কিন্তু প্রীতি সেইরকমই রয়ে গিয়েছেন। পাঞ্জাব কিংসের সবচেয়ে বড় ফ্যান গার্ল। আজও কোনও ম্যাচ জিতলে আনন্দে গ্যালারিতে লাফিয়ে ওঠেন। আত্মহারা হয়ে যান।

Advertisment

বলিউড ডিভা প্রীতির বেশ বিলাসবহুল জীবন যাপন করেন। সামনেই তাঁর ছবি লাহোর 1947 মুক্তি পেতে চলেছে। প্রীতি জিন্টা আইপিএল থেকে শুরু করে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে প্রচুর রোজগার করেন। 

প্রীতি জিন্টার নেট ওয়ার্থ কত?

Advertisment

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, প্রীতি জিন্টা মোট ১৮৩ কোটি টাকার মালকিন। অভিনয়, ব্যবসা এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট  থেকে প্রচুর আয় করেন। 

আরও পড়ুন ফাইনালে উঠতেই মেজাজ সপ্তমে, শশাঙ্ককে 'দুচ্ছাই' করলেন শ্রেয়স! দেখুন ভিডিও

আইপিএলে কত টাকা বিনিয়োগ?

প্রীতি জিন্টা ২০০৮ সালে আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিম পাঞ্জাব কিংসের সহ-কর্ণধার হন। মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, প্রীতি সেই সময় ৩৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। যা এখন বেড়ে ৩৫০ কোটি টাকা হয়ে গিয়েছে। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয় তখন পাঞ্জাব কিংস ফ্র্য়াঞ্চাইজি ৭৬ মিলিয়ন ডলার দিয়ে কেনা হয়েছিল। যার বাজারমূল্য ২০২২ পর্যন্ত বেড়ে হয়েছে ৯২৫ মিলিয়ন ডলার হয়ে গিয়েছে।

আইপিএল টিমের মালিক এভাবেও রোজগার করেন

আইপিএলে টিকিট বিক্রি থেকে যে টাকা আসে তাতে টিমের মালিকের ভাগ থাকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, টিমের মালিকদের ভাগে টিকিট বিক্রির ৮০ শতাংশ অংশ যায়। স্পনসরশিপ থেকেও টাকা রোজগার করে টিমগুলি।

আরও পড়ুন IPL-এর মধ্যেই বিরাট ধাক্কা পাঞ্জাব কিংসের, অবসর ঘোষণা তারকা অলরাউন্ডারের

প্রীতি জিন্টার সম্পত্তি

প্রীতি জিন্টা প্রচুর সম্পত্তির মালিক। Housing.com অনুযায়ী, প্রীতি জিন্টার খাস মুম্বাইয়ের অভিজাত পালি হিলস এলাকায় ১৭ কোটি টাকার বিলাসবহুল আবাসন রয়েছে। তাঁর হোমটাউন শিমলাতেও বাড়ি আছে যার বাজার দর প্রায় ৭ কোটি টাকার কাছাকাছি। প্রীতি বিয়ের পর আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাকেন। স্বামী জিম গুডইনফের সঙ্গে বেভারলি হিলসে থাকেন প্রীতি।

প্রীতি জিন্টার বিলাসবহুল গাড়ির সংগ্রহ

প্রীতি জিন্টার বিলাসবহুল গাড়ির শখ হয়েছে। তাঁর কাছে এলএক্স ৪০০ ক্রসওভার রয়েছে, যার দাম কয়েক কোটি টাকা। এছাড়াও পোর্শে, মার্সিডিজ ই ক্লাস (৫৮ লাখ) এবং বিএমডব্লিউ রয়েছে।

Preity Zinta Punjab Kings IPL 2025