scorecardresearch

বড় খবর

হেরে মুখ পুড়ল ভারতের! ফাইনালে ওঠা নিয়ে জোরালো বিপদে রোহিত ব্রিগেড

ইন্দোরে হেরে ভয়ঙ্কর বিপদে পড়ে গেল ভারত

হেরে মুখ পুড়ল ভারতের! ফাইনালে ওঠা নিয়ে জোরালো বিপদে রোহিত ব্রিগেড
জয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল অজিরা

ইন্দোর টেস্টে ভারত শোচনীয়ভাবে হেরে বসায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা বেশ কঠিন করে ফেলল ভারত। জুনের প্ৰথম সপ্তাহেই ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইন্দোর টেস্ট জিতেই ওভালে ফাইনালে খেলার টিকিট নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া। অন্যদিকে, ফাইনালে খেলতে হলে ভারতকে আহমেদাবাদের চতুর্থ এবং শেষ টেস্ট খেলতেই হবে।

কী ভাবে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে?
জিতলেই ভারত সরাসরি ফাইনালে অজিদের মোকাবিলা করতে পারবে। ড্র করলে অথবা হারলে ভারতকে তখন তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের ওপর। ভারতের বদলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালফাই করতে পারে শ্রীলঙ্কা। ভারত যদি আহমেদাবাদে হারে অথবা ড্র করে, তাহলে নিউজিল্যান্ডকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টেস্টের মধ্যে অন্তত একটি টেস্টে ড্র অথবা জিততে হবে।

ভারত যদি ২-১ সিরিজ জেতে এবং নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কার কাছে ০-২ হারে:
সেক্ষেত্রে শ্রীলঙ্কা সরাসরি ওভালে ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। তাই ভারতকে অজিদের শেষ টেস্টে হারিয়ে সিরিজ জিততেই হবে ৩-১ ব্যবধানে। এতে অন্য কোনও দল বা সমীকরণের ওপর ভরসা করে থাকতে হবে না। তবে ভারত যদি আহমেদাবাদে জিততে না-ও পারে রোহিতরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। কারণ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে থেকেই সিরিজে ফেভারিট হিসাবে নামবে কিউইরা। ইংল্যান্ডের মত শক্তিশালী দলকেও কিউইরা সম্প্রতি ঘরের মাঠে ১-১’এ রুখে দিয়েছে। একদমই ফর্মে না থাকা শ্রীলঙ্কা যে নিউজিল্যান্ডের মাটিতে দুটো টেস্ট জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে, তা একটু কষ্ট কল্পনাই বটে!

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar series ind vs aus 2023 indias ahmedabad test must win for india to qualify for wtc final