scorecardresearch

টানা তিন টেস্টে ব্যর্থ, KL রাহুলের মতই বাদ পড়তে চলেছেন টিম ইন্ডিয়ার এই তারকা

আহমেদাবাদে জেতার জন্য একের পর এক বদল ঘটানোর পথে ভারত

টানা তিন টেস্টে ব্যর্থ, KL রাহুলের মতই বাদ পড়তে চলেছেন টিম ইন্ডিয়ার এই তারকা

India vs Australia 4th Test tip-off XI: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার সিরিজের শেষ টেস্ট। ইন্দোরে বিশ্রীভাবে হারের পর আহমেদাবাদে জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আর জয়ের জন্য ভারত নিজেদের একাদশে বেশ কিছু পরিবর্তন ঘটাতে পারে। অন্যদিকে, ইন্দোরে দুর্ধর্ষ জয়ের পর অস্ট্রেলিয়া সম্ভবত নিজেদের একাদশ অপরিবর্তিত রেখে নামবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে আহমেদাবাদ টেস্টে অন্তর্ভুক্ত করা হতে পারে। ইন্দোরে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ শামিকে। তিনি এবার ফিরতে পারেন মহম্মদ সিরাজের জায়গায়। গত বছর তিন ফরম্যাটেই টানা ক্রিকেট খেলে চলেছেন মহম্মদ সিরাজ। তৃতীয় টেস্টে দুর্ধর্ষ বল করা উমেশ যাদব সম্ভবত প্রথম এগারোয় নিজের জায়গা ধরে রাখবেন। শামি প্ৰথম দুই টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন। বিশ্রাম পেয়ে পূর্ণদ্যমে ঝাঁপিয়ে পড়বেন তিনি।

বোলিংয়ে এই একটি বদলের সঙ্গে উইকেটকিপিংয়ে অভিষেক ঘটাতে পারেন ঈশান কিষান। প্ৰথম তিন টেস্টেই ঘূর্ণি পিচে দারুণ কিপিং করেছেন। তবে ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে পারেননি। দিল্লি টেস্টে ছোটখাটো ক্যামিও ইনিংস খেলে গিয়েছিলেন। তবে মাত্র কয়েকটি ইনিংস দেখে এখনই কেএস ভরতকে বিচার করতে যাওয়াটা ভুল। কারণ টপ অর্ডারের অধিকাংশ ব্যাটসম্যানই চলতি সিরিজে সমস্যার মুখে পড়েছেন।

ঈশান কিষান ঋষভ পন্থের যোগ্য বিকল্প হিসাবেই সুযোগ পেতে চলেছেন। ঘূর্ণি পিচে আক্রমণাত্মক ইনিংসে ঋষভ এর আগে বহু ম্যাচে ফারাক গড়ে দিয়েছেন। আহমেদাবাদেও ঈশানকে সেই ভূমিকায় দেখা গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

অস্ট্রেলীয় একাদশ:
অজি একাদশে সম্ভবত কোনও বদল ঘটবে না। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে আরও একবার দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। দিল্লি টেস্টের পরেই সিডনি ফিরে গিয়েছেন কামিন্স। অজি ক্যাপ্টেনের মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। সিডনির হাসপাতালে ভর্তিও রয়েছেন।

কামিন্সের বদলে নেতৃত্বে এসেই ফুল ফুটিয়েছেন। অনবদ্য অধিনায়কত্বে ইন্দোর দলকে জিতিয়েছেন। আহমেদাবাদে জিতে ভারতের মাটিতে সিরিজ ড্র করতে পারবে অজিরা, সেটাই আপাতত দেখার।

ভারতের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:
উসমান খোয়াজা, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, আলেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি, ম্যাথু কুহনেম্যান

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar series ind vs aus 2023 indias ahmedabad test predicted playing xi mohammed siraj mohammed shami ishan kishan ks bharat