/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/gavaskar-pitch.jpg)
বুধবার চলতি বর্ডার গাভাসকার ট্রফির তিন টেস্টের পিচের আপডেট দিয়ে দিয়েছে আইসিসি। নাগপুর এবং নতুন দিল্লির টেস্ট পিচকে 'সাধারণ' আখ্যা দিলেও আইসিসির তরফে ইন্দোর পিচকে 'দুর্বল' রেটিং দিয়েছে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড এমন রেটিং দিতেই এবার রেগে গেলেন সুনীল গাভাসকার। তিনি মোটেই আইসিসির এমন রেটিংয়ে খুশি নন। ক্রুদ্ধ সানি আইসিসিকে মনে করিয়ে দিলেন ব্রিসবেনের গাব্বা পিচের কথা। নভেম্বরে যে টেস্টে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ খতম হয়ে গিয়েছিল মাত্র দু-দিনে।
ইন্ডিয়া টুডে-কে গাভাসকার বলে দিয়েছেন, "একটা বিষয় জানতে চাইছি। নভেম্বরে ব্রিসবেনের গাব্বায় টেস্ট হয়েছিল নভেম্বরে। যে ম্যাচ দু-দিনে খতম হয়ে যায়। সেই ম্যাচের পিচ ক'টা ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে? সেই টেস্টে ম্যাচ রেফারি কে ছিলেন?"
সানি আরও জানাচ্ছেন, "তিনটে ডিমেরিট পয়েন্ট একটু বেশিই কড়া হয়ে গেল। এই পিচে বল টার্ন করেছে, তবে মোটেই তা বিপজ্জনক ছিল না। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭৭ করেছে। এতেই বোঝা যায়, পিচ ততটাই খারাপ ছিল না।"
Read the full article in ENGLISH