scorecardresearch

ভারতের কাছে কলঙ্কের হারের জের! দলের সেরার সেরা তারকাকে বাদ দেওয়ার পথে অস্ট্রেলিয়া

দলের একনম্বর ব্যাটসম্যানকেই বাদ দেওয়ার পথে হাঁটতে চলেছে অস্ট্রেলিয়া

ভারতের কাছে কলঙ্কের হারের জের! দলের সেরার সেরা তারকাকে বাদ দেওয়ার পথে অস্ট্রেলিয়া

ভারতের কাছে কেলেঙ্কারির হার হজম করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় টেস্টে দিল্লিতে ওয়ার্নারকে বাদ দিয়েই মাঠে নামতে পারে অজিরা। নাগপুর টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন ওয়ার্নার।

মাত্র তিনদিনে খতম হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের মিডল এবং লোয়ার অর্ডারকে যেমন সামলাতে পারেনি অস্ট্রেলিয়া, তেমন তৃতীয় দিনে একটা সেশনের মধ্যেই রবিচন্দ্রন অশ্বিনের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে বসেছে ক্যাঙারু বাহিনী। দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার ২০ উইকেটের মধ্যে ১৫টি দখল করেছেন জাদেজা-অশ্বিন।

এমন লজ্জার প্রদর্শনীর পর অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর অবশ্য আরও একটা ম্যাচে ওয়ার্নারকে খেলানোর পক্ষে সওয়াল করেছেন। মার্ক টেলর এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন, “দীর্ঘদিন ধরে ডেভিড জাতীয় দলের সঙ্গে রয়েছে। এটাই জানি, ওঁকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। তবে আমার মনে হয় ওঁকে অন্তত আরও একটা টেস্ট ম্যাচে সুযোগ দেওয়া উচিত।”

“যা দেখা গেল টপ অর্ডারে উসমান খোয়াজা, ওয়ার্নারকে নতুন বলে রবি অশ্বিনের মুখোমুখি হতে হয়েছিল। আরও চার ওভার পরে জাদেজাকেও নিয়ে আসে ওঁরা। তাই ব্যাটিং অর্ডারে কোন পজিশনে ব্যাটিং করছে, সেটা বিবেচ্য নয়। সব পজিশনেই একই বোলিং আক্রমণের মোকাবিলা করতে হবে। আমি এখনও টপ অর্ডারে ওঁদের খেলানোর বিষয়ে পক্ষপাতী।”

এর আগেও রান খরায় ভুগতে হয়েছিল ওয়ার্নারকে। ২০ টেস্ট ইনিংসে সেই সময় ওয়ার্নার মাত্র একটিতে হাফসেঞ্চুরি করতে পেরেছিলেন। তারপরে বক্সিং ডে টেস্টে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে যান। তারপরেই ওয়ার্নারকে পরবর্তী টেস্ট ক্যাপ্টেন করার কথা উঠে যায়। ভাবা হয়েছিল, নিজের সেরা ফর্মে হয়ত ফিরে এসেছেন তারকা।

ওয়ার্নারের সম্ভাব্য পরিবর্ত হিসাবে যাঁকে ভাবা হচ্ছে, সেই ট্র্যাভিস হেডের উপমহাদেশের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। ৭ টেস্ট খেলে গড় মাত্র ২১। সিডনি মর্নিং হেরাল্ডে লেখা হয়েছে, অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, হেডের আগ্রাসী ব্যাটিং ভারতের স্পিন বোলিংয়ের টোটকা হতে পারে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar trophy 2023 ind vs aus david warner may lose his place in 2nd test