Advertisment

রোহিত-দ্রাবিড়ের আপত্তিতেও কাজ হল না! KL রাহুলকে ছেঁটে ফেলার পথেই টিম ইন্ডিয়া

অবশেষে বাদ পড়তে চলেছেন কেএল রাহুল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

খারাপ ফর্ম নিয়েই টিম ইন্ডিয়ায় নিজের জায়গা ধরে রেখেছিলেন কেএল রাহুল। অস্ট্রেলীয় সিরিজের প্ৰথম দুই টেস্টের পরেও তাঁকে স্কোয়াডে রাখা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। টিম ম্যানেজমেন্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে আলোচনা হচ্ছে। এমন অবস্থায় কেএল রাহুলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পথেই হাঁটছে টিম ম্যানেজমেন্ট। একদিন আগেই ভাইস ক্যাপ্টেনশিপ কেড়ে নেওয়া হয়েছিল কর্ণাটকির কাছ থেকে। ১ মার্চ থেকে শুরু হতে চলা ইন্দোর টেস্টের প্ৰথম একাদশেও এবার জায়গা হারাতে চলেছেন রাহুল। এমনটাই বলা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস-এ।

Advertisment

বাংলাদেশে রোহিত শর্মার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন। এবার মাস গড়াতে না গড়াতেই শুভমান গিলের কাছে ওপেনিং স্লট হারাতে চলেছেন সুনীল শেঠীর জামাই।

বরাবরই কেএল রাহুলের জায়গা পাওয়া আতশকাঁচের তলায় ফেলা হয়েছে। টি২০ বিশ্বকাপের পর নির্বাচকমন্ডলি বদলানো হয়েছে। টালমাটাল পরিস্থিতিতে দল নির্বাচন নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেননি নতুন নির্বাচকরা। বরং কেএল রাহুলের ওপরেই এতদিন আস্থা রাখা হয়েছে। যদিও সেই ভরসার প্রতিদান দিতে পারেননি তারকা ব্যাটার। ৪৭ টেস্টে রাহুলের গড় মাত্র ৩৩.৪৪। সাত টেস্ট শতরানের শেষতম এসেছিল সেই দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়নে। তারপর রাহুলের স্কোর যথাক্রমে ২৩, ৫০, ৮, ১২, ১০, ২২, ২৩, ১০, ২, ২০, ১৭ এবং ১। প্রতিবার ব্যাট করতে যাওয়ার পরেই তাঁকে হঠানোর দাবি জোরালো থেকে জোরালোতর হয়। ফর্মে থাকা শুভমান গিল রিজার্ভ বেঞ্চ গরম করছেন। গিল ছাড়াও টেস্ট ওপেনার হওয়ার লড়াইয়ে রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, যশস্বী জয়সোয়াল, পৃথ্বী শ, রুতুরাজ গায়কোয়াডের মত উঠতি প্রতিভারা।

এত অপশন হাতের কাছে থাকা সত্ত্বেও কেএল রাহুলের ওপর ভরসা রেখেছিল টিম ইন্ডিয়া। তবে আর অপেক্ষা করতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়া সিরিজে দাপট দেখানো সত্ত্বেও বেশ কিছু বিভাগে এখনও ভারতের খামতি প্রকট হয়েছে। ঘরের মাঠে ভারতের ওপেনিংয়ের এই বেহাল অবস্থা দ্রুত মেরামতির করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তাই ছেঁটে ফেলা হচ্ছে কেএল-কে।

জানা যাচ্ছে টিম ম্যানেজমেন্টের রাহুল ছাঁটাই এতদিন আটকে থেকেছিল কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাকিংয়ের জন্য। এমনকি কোটলা টেস্টের পরেও কোচ দ্রাবিড় সদর্পে বলে দিয়েছেন, কেএল রাহুলকে খেলানোর পথেই হাঁটবেন তাঁরা। তবে বারংবার ব্যর্থতায় দ্রাবিড়-রোহিতের ব্যাকিংও আর নিরাপত্তার গদি দিতে পারবে না।

রবি শাস্ত্রী-কোহলি জমানায় এত সৌভাগ্যবান ছিলেন না রাহুল এখনকার মত। বরং প্রতি টেস্টে মুরলি বিজয়, শিখর ধাওয়ান এবং রাহুলের মধ্যে রীতিমত মিউজিক্যাল চেয়ার খেলা হত প্ৰথম একাদশে।

রাহুলকে যে প্ৰথম একাদশ থেকে ছাঁটা হতে চলেছে সেই ইঙ্গিত আগেই দিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। বাকি দুই টেস্টের স্কোয়াডে কেএল রাহুলকে রাখা হলেও ভাইস ক্যাপ্টেনশিপ কেড়ে নেওয়া হয়েছে দক্ষিণী ব্যাটসম্যানের কাছ থেকে। রোহিত শর্মা নিজেই নিজের ডেপুটি বেছে নেবেন। ইন্দোরে প্ৰথম একাদশে রাহুলকে বসিয়ে রোহিতের সঙ্গে গিলকে ওপেনিং পার্টনার হিসাবে দেখা গেলে অবাক হওয়ার অন্তত কিছু থাকবে না। বর্তমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে কেএল রাহুল ভারতের পরিকল্পনায় থাকবেন। তবে তারপর, তিনি যে টেস্ট স্কোয়াডেও থাকবেনজ তা জোর দিয়ে বলা যাচ্ছে না।

Read the full article in ENGLISH

Rahul Dravid Rohit Sharma KL Rahul Indian Cricket Team
Advertisment