scorecardresearch

স্বপ্নের ক্যাচে মনে পড়ালেন জন্টিকে! দিল্লিতে অজিদের সামনে বাজপাখি হলেন KL, রইল ভিডিও

অবিশ্বাস্য ক্যাচে দিল্লি মাতিয়ে দিলেন কেএল রাহুল, দেখুন ভিডিও

স্বপ্নের ক্যাচে মনে পড়ালেন জন্টিকে! দিল্লিতে অজিদের সামনে বাজপাখি হলেন KL, রইল ভিডিও

রবীন্দ্র জাদেজা টেস্টে ২৫০ উইকেটের মালিক হয়ে গেলেন শুক্রবার। আর সুপারস্টারের আড়াইশোতম উইকেট যে এভাবে আসবে ভাবাই যায়নি। উসমান খোয়াজা নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। একহাতে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় যেভাবে তাঁর ক্যাচ তালুবন্দি করলেন কেএল রাহুল, তা যেন মনে পরিয়ে দিল জন্টি রোডসকে।

রিভার্স সুইপ করেছিলেন খোয়াজা। তবে সেই শট কিছুটা হাওয়ায় উঠে যায়। আগে থেকেই অনুমান করতে পেরেছিলেন রাহুল। ডান দিকে ঝাঁপিয়ে দারুণভাবে ক্যাচ নিয়ে ফেরত পাঠান অজি ওপেনারকে। টেস্টে ২৫০ উইকেট এবং ২৫০০ রান করা অলরাউন্ডারদের মধ্যে জাদেজা আপাতত দ্রুততম ভারতীয় এবং বিশ্বে দ্বিতীয় দ্রুততম।

ভারতীয় স্পিনারদের সামলাতে রিভার্স সুইপকে অস্ত্র করেছিলেন উসমান খোয়াজা। প্রথমে অশ্বিন, তারপর জাদেজা, অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে বেশ রিভার্স সুইপে রান কুড়িয়ে নিচ্ছিলেন। ৮১ রানের ইনিংসে দুরন্ত ছন্দেই পাওয়া যাচ্ছিল পাক বংশোদ্ভুত অজি ওপেনারকে। একডজন বাউন্ডারির সঙ্গে একটা ছক্কাও হাঁকান তিনি। পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে পঞ্চম উইকেটে ৫৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে ভালই টানছিলেন। তবে শেষমেশ খোয়াজাকে দুরন্ত ম্যাচে সাজঘরে পাঠান কেএল রাহুল।

লাঞ্চের পর এই নিয়ে দুই নম্বর দুরন্ত ক্যাচ ধরলেন কেএল। তার আগে মহম্মদ শামির বলে হ্যান্ডসকম্বকে দারুণ ক্যাচে আউট করেন।

তার আগে কোটলায় প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা সতর্কভাবে করে অস্ট্রেলিয়া। প্রথম ঘন্টায় উইকেট না খুঁইয়ে ১৩ ওভারে ৩৭ রান যোগ করেন ওয়ার্নার-খোয়াজা। তবে জুটিতে হাফসেঞ্চুরি করার পরেই ওয়ার্নার শামির এক রাইজিং ডেলিভারিতে উইকেটের পিছনে ক্যাচ তুলে বিদায় নেন।

আরও পড়ুন: টানা-হ্যাঁচড়ায় ক্ষতবিক্ষত সমর্থক! মারের হাত থেকে বাঁচিয়ে মাঠেই হৃদয় জিতলেন শামি, দেখুন ভিডিও

সপ্তম ওভারেই অশ্বিনকে আক্রমণে আনেন রোহিত শর্মা। খোয়াজা তারকা অফস্পিনারের ভালোই মোকাবিলা করছিলেন। স্মিথ আউট হয়ে যাওয়ার পর লাবুশানেকে নিয়ে দ্বিতীয় উইকেটে খোয়াজা ৪১ রান যোগ করে যান। খোয়াজাকে ফেরাতে না পারলেও অশ্বিন অজি ইনিংসে ধাক্কা দেন ২৩ তম ওভারে লাবুশানেকে ফিরিয়ে। প্ৰথমে আম্পায়ার আউট না দিলেও ডিআরএসের শরণাপন্ন হয় টিম ইন্ডিয়া। তারপরেই রিভিউয়ে ফিরতে হয় মার্নাস লাবুশানেকে।

লাবুশানেকে ফেরানোর দুই বল পরেই স্টিভ স্মিথকে ফেরান অশ্বিন। অশ্বিনের বলে ব্যাটের কানায় লেগে শ্রীকর ভরতের হাতে ক্যাচ তুলে বিদায় নেন স্মিথ। যাইহোক, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া তৃতীয় সেশনে অলআউট হয় ২৬৩ রানে। মহম্মদ শামি চার উইকেট নেন। জাদেজা এবং অশ্বিন দুজনেরই শিকার তিনটে করে। ভারত দিনের শেষে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২১ তুলেছে। কেএল রাহুল এবং রোহিত শর্মা ব্যাট করছেন ক্রিজে। ভারত এখনও পিছিয়ে ২৪২ রানে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar trophy 2023 ind vs aus kl rahul one handed stunner dismiss usman khawaja