১ মার্চ থেকে ইন্দোরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট। সেই টেস্টে খেলতে পারবেন না প্যাট কামিন্স। কামিন্সের বদলে তৃতীয় টেস্টের ক্যাপ্টেন হবেন স্টিভ স্মিথ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে মিডিয়া বিবৃতিতে প্যাট কামিন্সের বক্তব্য জানানো হয়েছে, "ভারতে আপাতত ফিরছি না। কারণ মা আপাতত অসুস্থ এবং যন্ত্রনা উপশমকারী কেয়ারে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে থাকা এই মুহূর্তে জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং সতীর্থদের কাছ থেকে উত্তুঙ্গ সমর্থন পেয়ে ভালো লাগছে। আমার পরিস্থিতি অনুধাবন করতে পারায় ধন্যবাদ।"
দ্বিতীয় টেস্টের পর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে স্মিথ দুবাই উড়ে গিয়েছিলেন। চারদিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই দলের সঙ্গে দিল্লিতে যোগ দিয়েছেন তিনি। ২০২১-এ ভাইস ক্যাপ্টেন হিসাবে পুনরায় নিযুক্ত হওয়ার পর এই নিয়ে স্মিথ তৃতীয়বার দলকে নেতৃত্ব দিতে চলেছেন। প্যাট কামিন্স এর আগে না খেলায় দু-বারই এডিলেডে ক্যাপ্টেন হয়েছিলেন স্মিথ। স্যান্ডপেপার গেট কেলেঙ্কারিতে জড়ানোর আগে স্মিথ এর আগে টানা চার বছর নেতৃত্ব দিয়েছেন ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত। ২০১৭-য় ভারত সফরে এসে তিনটে সেঞ্চুরিও হাঁকান তিনি।
তৃতীয় টেস্টে নামার আগে অস্ট্রেলিয়া জোড়া ধাক্কা হজম করেছে। পেসার জস হ্যাজেলউড এবং ডেভিড ওয়ার্নার চোটের কারণে ছিটকে গিয়েছেন। গোড়ালিতে চোট পাওয়া হ্যাজেলউড অস্ট্রেলিয়ায় ফিরবেন কয়েকদিনের মধ্যেই। অন্যদিকে, কনকাশন এবং কনুইয়ে চোট পাওয়ার পর ওয়ার্নার বাকি দুই টেস্টে নেই। তিনি ইতিমধ্যেই ফিরে গিয়েছেন দেশে। ওয়ানডে সিরিজ শুরুর আগে ফের ভারতে আসবেন তিনি। বাঁ হাতি স্পিনার আগারকেও ফিরিয়ে দেওয়া হয়েছে।
যাইহোক, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ককে পাওয়া যাবে ইন্দোরে। অস্ট্রেলীয় শিবিরে আশার খবর বলতে এটুকুই। গ্রিন খেললে তৃতীয় সিমারের ভূমিকা তিনি পালন করতে পারবেন। সেই সঙ্গে অস্ট্রেলিয়াও তিন স্পিনার খেলানোর অপশন পাবে। আঙুলে চোট থেকে ফিরে এসে স্টার্ক সরাসরি কামিন্সের বদলে নামবেন ইন্দোরে।