scorecardresearch

প্রেম দিবসে ‘মারাত্মক ভুলে’ হৈহৈ কাণ্ড! ভারতে এসে নিজের বউকেই ভুলে গেলেন স্মিথ

অন্যের স্ত্রীকে নিয়ে একী কাণ্ড স্টিভ স্মিথের

প্রেম দিবসে ‘মারাত্মক ভুলে’ হৈহৈ কাণ্ড! ভারতে এসে নিজের বউকেই ভুলে গেলেন স্মিথ

দূরত্ব নাকি পরস্পরের হৃদয়ের টান আরও মজবুত করে। তবে অনেক সময় সঙ্গীর টুইটার হ্যান্ডল ভুলেও যেতে পারেন অনেকে। অন্তত স্টিভ স্মিথ সেরকমই কাণ্ড ঘটিয়ে বসলেন। ভ্যালেন্টাইন্স ডে-র দিনে স্ত্রীকে নিয়ে এই ছোট্ট ভুলে শিরোনামে উঠে এলেন অজি তারকা ক্রিকেটার।

সোশ্যাল মিডিয়ায় যা মারাত্মক ভুল, সেটাই করে বসলেন। প্রেম দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে স্ত্রীর সমনামী অন্য একজনকে ভুল করে ট্যাগ করে বসলেন। টুইটারে লিখলেন, “হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে প্রিয় স্ত্রী ড্যানি উইলিস। আর কয়েকদিনের মধ্যে তোমাকে দেখার জন্য তর সইছে না।” গোটা টুইটটাই করলেন অন্য একজন ড্যানি উইলিস-কে ট্যাগ করে।

স্মিথের সৌভাগ্য তাঁর স্ত্রী ড্যানি উইলিস মোটেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নন। স্মিথের স্ত্রী ড্যানি উইলিস শেষবার নিজের টুইটার একাউন্ট থেকে রিটুইট করেছিলেন ২০১৮-য়। শেষ টুইট ২০১৭-র নভেম্বরে। ঘটনা হল, স্ত্রী স্মিথকে কিছু না বললেও নেটিজেনরা বারবার স্মিথকে শুনিয়ে দিয়েছেন এই ভুলের বিষয়টি।

বর্তমানে বর্ডার গাভাসকার টেস্ট খেলতে স্মিথ এসেছেন ভারতে। নাগপুরে প্রথম টেস্টেই অজিরা ইনিংস এবং ১৩২ রানে বিধ্বস্ত হয়ে বসেছে। স্মিথ ব্যাট হাতে দলের ত্রাতা হতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে স্মিথ করেছেন ৩৭ এবং ২৫ (অপরাজিত)। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে স্মিথ এবার খেলতে নামবেন দলের হয়ে দ্বিতীয় টেস্টে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar trophy 2023 ind vs aus steve smith tags wrong wife dani willis valentines day