Advertisment

আর কবে রান করবেন রাহুল! তারকা ব্যাটসম্যানকে ধুয়ে দিলেন গাভাসকার থেকে মঞ্জরেকর

বারবার ব্যর্থ হচ্ছেন, বারবার সুযোগও পাচ্ছেন কেএল রাহুল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বারবার সুযোগ পাচ্ছেন। তবু খারাপ ফর্মের ঢেউ কাটাতে পারছেন না কেএল রাহুল। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে রাহুল মাত্র ১৭ রানে আউট হলেন অজি স্পিনার নাথান লিয়নের বলে। ১৭ রানের নড়বড়ে ইনিংসে রাহুল দু-বার ডিআরএসে প্রাণ পেয়েছিলেন। তবে তৃতীয়বার লিয়নের ঘূর্ণি সামলাতে পারলেন না রাহুল। রাউন্ড দ্য উইকেট থেকে বল করতে এসে লিয়নের কোনাকুনি বল আছড়ে পড়ে রাহুলের প্যাডে।

Advertisment

বারবার ব্যর্থ হওয়া রাহুলকে নিয়ে এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন সুনীল গাভাসকার থেকে মার্ক ওয়ার মত গ্রেটরা। গাভাসকার স্টার স্পোর্টসে বলে দিয়েছেন, "ও পিছনের পায়ে খেলবে নাকি ফ্রন্টফুটে খেলবে, সেটা নিয়েই দ্বিধায় ভুগছে। ফ্রন্ট ফুট স্ট্যান্স-এ ওঁর পা কোনাকুনি থাকায় বলের অনেকটা টার্ন ওঁকে মোকাবিলা করতে হচ্ছে। ওঁর স্ট্রেট ব্যাটে খেলা উচিত। ফ্রন্ট ফুট বেশি কোনাকুনি থাকলে ওর কাছে বেশি অপশন থাকবে না।"

"সেক্ষেত্রে বল মিস করার সুযোগ বেশি থাকবে। রোহিত ফ্রন্ট ফুট বরাবর সরিয়ে নিয়ে খেলে, সেই কারণে ও প্যাডের সামনে অনায়াসে বল খেলতে পারে। এই কারণেই রোহিত শর্মাকে ক্রিজে আত্মবিশ্বাসী দেখায়। অন্যদিকে, নড়বড় করতে থাকে রাহুল।"

কেএল রাহুলের সমালোচনা করেছেন সঞ্জয় মঞ্জরেকরও। তিনি বলেছেন, "তিনটে বল ডিফেন্ড করে একটা বলে ছক্কা হাঁকাল- এটা আমার কাছে আগ্রাসী ব্যাটিংয়ের সংজ্ঞা নয়। বিরাট কোহলি যেভাবে এক রান, দু-রান নিয়ে নিজের ইনিংস গড়ে, সেভাবে স্বচ্ছন্দে ও খেলুক, সেটাই চাওয়া। এটাই সাফল্যের অন্যতম শর্ত। ক্রিজে সক্রিয় থাকতে হবে। যখন মনে সবসময় আউট হওয়ার ভয় জাঁকিয়ে বসে, তখন স্বাভাবিক প্রবৃত্তি নড়ে যায়।"

Read the full article in ENGLISH

Sunil Gavaskar KL Rahul Indian Cricket Team
Advertisment