এক টেস্ট খেলিয়েই বাদ সূর্যকুমার! দিল্লি টেস্টে কেমন একাদশ সাজাল ভারত

একটা টেস্ট খেলিয়েই বসিয়ে দেওয়া হল সূর্যকুমার যাদবকে

একটা টেস্ট খেলিয়েই বসিয়ে দেওয়া হল সূর্যকুমার যাদবকে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দিল্লিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলীয় ক্যাপ্টেন প্যাট কামিন্স। স্পিন সহায়ক উইকেটে অস্ট্রেলিয়া ম্যাট রেনশকে বসিয়ে নিয়ে এসেছে ট্র্যাভিস হেডকে। ভারতের একাদশেও বদল হয়েছে একটি। সূর্যকুমার যাদবকে বাইরে রেখে শ্রেয়স আইয়ারকে নিয়ে আসা হয়েছে।

Advertisment

চোটের জন্য নাগপুর টেস্টে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তবে দিল্লি টেস্টের আগেই ফিট হয়ে জাতীয় দলের স্কোয়াডে চলে এসেছিলেন তারকা। নাগপুরে অভিষেক টেস্টে ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে পারেননি অধুনা বিশ্ব ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি। দুই ইনিংসে করেন যথাক্রমে ৮ এবং ২০ রান।

আরও পড়ুন: মুম্বইয়ে মারাত্মকভাবে আক্রান্ত পৃথ্বী! ব্যাট দিয়ে বারবার মেরে ভেঙেচুরে একাকার তারকার গাড়ি

অন্যদিকে শ্রেয়স আইয়ার ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। তাই ফিট হওয়ার পরই তাঁকে ডেকে নেওয়া হয় টিম ইন্ডিয়ায়। কোচ রাহুল দ্রাবিড় আগেই আইয়ারকে খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন।

Advertisment

ঘটনা হল, বারবার অফফর্মের কারণে তীব্র সমালোচিত কেএল রাহুলকে রেখেই দল গড়েছে টিম ইন্ডিয়া। ফর্মে থাকা স্বত্ত্বেও দ্বিতীয় টেস্টে বাইরে বসতে হচ্ছে শুভমান গিলকে।

অজি একাদশে ট্র্যাভিস হেডকে যেমন ফিরিয়ে আনা হল, তেমন তড়িঘড়ি অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা কুহনেম্যানের হাতে ডেবিউ ক্যাপ তুলে দেওয়া হল। তিনি খেলবেন স্কট বোল্যান্ডের জায়গায়। অর্থাৎ কুহনেম্যান, টড মার্ফি, নাথান লিয়ন- তিন স্পিনার খেলছে দিল্লি টেস্টে।

ভারত প্ৰথম একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কোনা ভরত, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়া প্ৰথম একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, আলেক্স ক্যারি, প্যাট কামিন্স, টড মার্ফি, নাথান লিয়ন, ম্যাথু কুহনেম্যান

Cricket Australia Indian Cricket Team Shreyas Iyer Suryakumar Yadav