scorecardresearch

বল প্ৰথমে ব্যাটে না প্যাডে! বিতর্কিত আউট হয়ে সাজঘরে ‘তুলকালাম’ কোহলির, দেখুন ভিডিও

কোহলির আউট নিয়ে দিল্লিতে উঠল বিতর্কের ঝড়, দেখুন ভিডিও

বল প্ৰথমে ব্যাটে না প্যাডে! বিতর্কিত আউট হয়ে সাজঘরে ‘তুলকালাম’ কোহলির, দেখুন ভিডিও

অভিষেককারীর বলে আউট হওয়া যেন অভ্যেসে পরিণত করে ফেলেছেন বিরাট কোহলি। নাগপুরে প্ৰথম টেস্টে অজি দলে অভিষেক ঘটানো টড মার্ফির বলে আউট হয়েছিলেন। দিল্লিতে এবার কোহলির ঘাতক অস্ট্রেলিয়ার হয়ে দিল্লিতে অভিষেক ঘটানো কুহনেম্যান।

ব্যক্তিগত ৪৪ রানের মাথায় কুহনেম্যানের বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন মহাতারকা। তবে কোহলির আউট ঘিরে শনিবার দিল্লি টেস্টে বিতর্কের ঝড়। আম্পায়ার নীতিন মেনন যে আউট দিলেন কোহলিকে, পরে রিপ্লেতে দেখা যায় বল প্যাডে লাগার আগে ব্যাটে স্পর্শ করেছিল।

আউটের সিদ্ধান্ত দেওয়ার পর কোহলি মাঠেই রিভিউ নেন। রিভিউয়ে দেখা যায় বল ব্যাট এবং প্যাডের মাঝখানে কার্যত স্যান্ডউইচ হয়ে রয়েছে। তবে টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ প্রথমে বল প্যাডে লাগার পক্ষেই সায় দেন। অর্থাৎ আউট। ড্রেসিংরুমে ফিরে নিজের আউটের রিপ্লে দেখে বারবার অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে কোহলিকে।

আম্পায়ারের সিদ্ধান্তে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং হেড কোচ রাহুল দ্রাবিড়কেও অখুশি দেখিয়েছে। জাতীয় দলের প্রাক্তন দুই তারকা ওয়াসিম জাফর এবং অভিনব মুকুন্দ জানিয়েছেন, দুর্ভাগ্যের শিকার হয়ে কোহলি আউট হয়েছেন।

আইসিসির নিয়মের ৩৬.২.২ ধারায় স্পষ্ট বলা হয়েছে, একই সঙ্গে বল প্যাডে এবং ব্যাটে আঘাত করলে বেনিফিট অফ ডাউট পাবেন ব্যাটসম্যান। ধরে নিতে হবে বলে প্ৰথমে ব্যাটে স্পর্শ করেছে।

যাইহোক, ভারত অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে গুটিয়ে দেওয়ার পর দিল্লিতে দ্বিতীয় দিন ভারতীয় টপ অর্ডারে ভাঙন ধরান নাথান লিয়ন। গতকাল ভারত বিনা উইকেটে ২১ তুলে দিন শেষ করেছিল। দ্বিতীয়দিন ভারত একসময় ১৩৯/৭ হয়ে গিয়েছিল। সেখান থেকে ভারতকে নিরাপদে পৌঁছে দিয়েছে রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলের পার্টনারশিপ। দুজনে অষ্টম উইকেটে শেষ আপডেট পাওয়া পর্যন্ত ১০৩ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছে। হাফসেঞ্চুরি করে ফেলেছেন অক্ষর প্যাটেল। ফিফটির দিকে এগোচ্ছেন অশ্বিনও।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar trophy 2023 ind vs aus virat kohli lbw controversial out causes uproar on social media