scorecardresearch

খারাপ ফর্মের জের! দল থেকে বাদ না দিয়েও রাহুলকে কড়া শাস্তি দিল বোর্ড

রাহুলকে বাদ দেওয়ার পথে একধাপ এগোল টিম ইন্ডিয়া

খারাপ ফর্মের জের! দল থেকে বাদ না দিয়েও রাহুলকে কড়া শাস্তি দিল বোর্ড

চরম ব্যর্থ কেএল রাহুল। ক্রমাগত খারাপ পারফরম্যান্সের পরেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের বাকি দুই টেস্টে জায়গা ধরে রাখলেন কেএল রাহুল। প্রথম দুই টেস্টের ১৭ জনের স্কোয়াডই ধরে রাখার কথা বোর্ডের তরফে ঘোষণা করে দেওয়া হল রবিবার। ভারত সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই।

তবে এখানেও ট্যুইস্ট রয়েছে। ইন্দোর এবং আহমেদাবাদে বাকি দুই টেস্টের যে স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। সেখানে সহ অধিনায়ক হিসেবে কাউকেই রাখা হয়নি। ভাইস ক্যাপ্টেন হিসাবে কেএল রাহুলের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। রবি শাস্ত্রী, কপিল দেব থেকে ভেঙ্কটেশ প্রসাদ একের পর এক প্রাক্তন তারকা কেএল রাহুলের সহঅধিনায়কত্ব প্রাপ্তি নিয়ে প্রশ্ন তোলেন। সকলের বক্তব্যের নির্যাস, সহ অধিনায়ক হলে যে জাতীয় দল থেকে বাদ দেওয়া যাবে না, এমনটা যেন না হয়।

নাগপুর টেস্টের পর দিল্লিতেও ব্যর্থ হয়েছেন রাহুল। দুই ইনিংস মিলিয়ে করেছেন যথাক্রমে ১৭ এবং ১। তারপরেই বোর্ডের তরফে যে দল ঘোষণা করা হয়েছে সেখানে সহ অধিনায়ক হিসেবে কাউকে রাখা হয়নি।

রঞ্জি ট্রফির ফাইনালে খেলার জন্য জাতীয় টেস্ট স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়েছিল সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাটকে। তাঁকে স্কোয়াডে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, রোহিত শর্মা মার্চের ১৭ তারিখে মুম্বইয়ে প্ৰথম ওয়ানডেতে খেলবেন না। পারিবারিক কারণে। তাঁর জায়গায় ওয়ানডেতে জাতীয় দলের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া।

কাঁধের চোট সারিয়ে পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করে ধুম মাচিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। দুই টেস্টে ১৭ উইকেট তুলে নিয়েছেন তারকা। তাঁকেও ওয়ানডে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। টেস্ট সিরিজের প্ৰথম দুই ম্যাচই তিনদিনের মধ্যে জিতে গিয়েছে ভারত। ২-০ এগিয়ে থেকে সিরিজে ভারত তৃতীয় টেস্টে নামবে ১ মার্চ।

বাকি দুই টেস্টের জন্য ঘোষিত ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), কেএল রাহুল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কোনা ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, ঈশান কিষান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওয়ানডে স্কোয়াড: কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মহম্মদ শামি, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট, অক্ষর প্যাটেল

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar trophy 2023 kl rahul removed from vice captaincy in remaining two tests