দিল্লি টেস্টের পরেই কোচ রাহুল দ্রাবিড় সরাসরি জানিয়ে দিলেন, ব্যর্থ হলেও কেএল রাহুলের পাশে দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়া। দিল্লি টেস্টে পুনরায় ব্যর্থ হয়েছেন কর্ণাটকি তারকা। দুই ইনিংস মিলিয়ে করেছেন যথাক্রমে ১৭ এবং ১। ফর্মে থাকা শুভমান গিল জায়গা পাচ্ছেন না। ক্রমাগত বয়ে বেড়ানো হচ্ছে রাহুলকে। এমন ইঙ্গিত তুলে আগেই প্রশ্ন উঠে গিয়েছিল। ভাইস ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জোরালো হয়েছে সাম্প্রতিক অতীতে।
এবার সম্প্রচারকারী চ্যানেলকে দ্রাবিড় জানিয়ে দিলেন, "ওঁর নিজের পদ্ধতিতে ভরসা করতে হবে ওঁকে। এটা স্রেফ একটা ব্যাডপ্যাচ চলছে। বিদেশে অন্যতম সফল ওপেনার ও। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাতে ওঁর শতরান রয়েছে। ওঁকে আমরা ব্যাক করা চালিয়ে যাব।"
দ্রাবিড় আরও বলেছেন, "এই অবস্থা থেকে বেরিয়ে আসার মত টেকনিক এবং ক্লাস ওঁর রয়েছে। এই দলের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। বিভিন্ন ফরম্যাটকে ঠিকভাবে ম্যানেজ করা ভীষণ শক্ত। কোচ মানে স্রেফ টেকনিক্যাল বিষয়ে ভুল ত্রুটি শুধরে দেওয়া নয়। নতুন নতুন চ্যালেঞ্জ সকলের সামনে ছুঁড়ে দেওয়াও বটে। ভালো করলে পিঠে আলতো চাপড় দেওয়াটাও জরুরি।"
Read the full article in ENGLISH