স্মিথের পিলে চমকে দিলেন অশ্বিন। তা দেখে হেসে অস্থির বিরাট কোহলি। এমনই কাণ্ড ঘটল দিল্লি টেস্টের দ্বিতীয় দিনে। মানকাড আউট করার জন্য বিশ্বক্রিকেটে বারবার আলোচনায় উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। মানকাড আউটের সমর্থনে দাঁড়িয়ে একাধিকবার সমালোচিতও হয়েছেন তিনি। সেই রকমভাবেই এবার স্মিথকে আউট করার ভয় দেখালেন অশ্বিন।
তৃতীয় দিন অজি ইনিংস চলাকালীন ১৫ তম ওভারের ঘটনা। অশ্বিন বল করার স্ট্রাইড নিয়েও থমকে যান। নন স্ট্রাইকিং এন্ডে সেই সময় ব্যাট করছিলেন স্মিথ। হালকা ক্রিজ ছেড়ে বেরোতেই তারকাকে বাইরে না বেরোনোর পরামর্শ দেন অশ্বিন।
অশ্বিনের মগজাস্ত্র বিশ্বক্রিকেটের আলোচনার বিষয়। তিনি সেই ওভারে বল প্রায় রিলিজ করে দিয়েছিলেন। তবে চকিতেই বুঝে যান স্মিথ ক্রিজের বাইরে। সঙ্গেসঙ্গেই ডেলিভারি থামিয়ে দেন। যাতে ভয় পেয়ে স্মিথ দ্রুত ক্রিজের গন্ডির মধ্যে ঢুকে পড়েন। গোটা ঘটনায় ভারতীয় ফিল্ডাররা হেসে লুটোপুটি খেলেন।
সকালের সেশনে অজিদের ব্যাটিং বিপর্যয়ের সূচনা হয় অশ্বিনের ঘূর্ণিতেই। ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথ দুজনকেই ফেরান তারকা অফস্পিনার। দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ করলেন স্মিথ। দুই ইনিংসেই স্মিথকে আউট করলেন অশ্বিন।
যাইহোক, সেই ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে উঠতে পারেনি অজিরা। মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলীয়দের ইনিংস। জাদেজা ৪২ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নেন। ভারত জয়ের জন্য প্রয়োজনীয় ১১৫ রান তাড়া করে জিতল হাতে ৬ উইকেট নিয়ে।
Read the full article in ENGLISH