scorecardresearch

বড় খবর

হোয়াইটওয়াশের স্বপ্ন হাতছাড়া ভারতের! দাঁড় করিয়ে ইন্দোরে রোহিতদের হারাল অজিরা

ভারতকে সহজে হারিয়ে সিরিজে ব্যবধান কমাল অস্ট্রেলিয়া

হোয়াইটওয়াশের স্বপ্ন হাতছাড়া ভারতের! দাঁড় করিয়ে ইন্দোরে রোহিতদের হারাল অজিরা

টার্গেট ছিল মাত্র ৭৬ রানের। দ্বিতীয় দিনের শেষে উমেশ যাদব বলে গিয়েছিলেন এই টার্গেট সহজে চেজ করতে পারবে না অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শুরুর ওভারের দ্বিতীয় বলেই উসমান খোয়াজাকে ফিরিয়ে দিয়ে মিরাকল ঘটানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে কোনও মিরাকল ঘটল না। প্ৰথম সেশন শেষ হওয়ার আগেই মার্নাস লাবুশানে এবং ট্র্যাভিস হেড দলকে নিরাপদে লক্ষ্যমাত্রায় পৌঁছে দিলেন। ৯ উইকেট হাতে রেখে ইন্দোর টেস্ট জিতে সিরিজ ১-২ করল অস্ট্রেলিয়া।

প্ৰথম দুই টেস্ট শেষ হয়ে গিয়েছিল তিনদিনের মধ্যে। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার স্বপ্নে বিভোর ছিল টিম ইন্ডিয়া। প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজেলউডদের মত একাধিক তারকা নেই। এমন অবস্থায় ইন্দোরে অস্ট্রেলিয়ার ওপরে বাজি ধরতে পারেনি খোদ অস্ট্রেলিয়ানরাই। তবে দুই ইনিংসেই রাংক টার্নারে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর অস্ট্রেলিয়ার সিরিজে ফেরত আসা ছিল সময়ের অপেক্ষা। তৃতীয় দিন মাত্র দেড় ঘন্টায় তাই কোনও অঘটন ঘটেনি। ভারতকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-২ ব্যবধান কমিয়ে গেলেন অস্ট্রেলীয়রা।

ভারত প্ৰথম ইনিংসে ১০৯-এর পর দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় মাত্র ১৬৩ রানে। প্ৰথম ইনিংসে এমনিতেই ৮৮ রানে এগিয়ে ছিল অজিরা।

আরও পড়ুন: পূজারাদের ব্যাটিং দেখে ড্রেসিংরুমেই ক্ষেপে উঠলেন রোহিত! কিষানকেই নামিয়ে দিলেন মাঠে, দেখুন ভিডিও

তৃতীয় টেস্টেও বনবন ঘূর্ণি পিচের কড়াইয়ে ভাজা ভাজা করে ফেলার প্ল্যান করেছিল টিম ইন্ডিয়া। তবে এবার উলটপুরান। প্ৰথমে ব্যাট করতে নেমে টড মার্ফি, নাথান লিয়নদের বোলিংয়ের কোনও কুলকিনারা করতে না পেরে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় ভারত। প্ৰথম দিনের শেষে অজিরা চার উইকেট হারালেও স্কোরবোর্ডে তুলে ফেলেছিল ১৫৬।

৪৭ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের সামনে অবশ্য বেশিদূর টানতে পারেনি অজি লোয়ার অর্ডার। দ্বিতীয় দিন শুরুর সেশনেই অস্ট্রেলিয়া বাকি হাফডজন উইকেট হারিয়ে ফেলে স্কোরবোর্ডে মাত্র ৪১ রান যোগ করার ফাঁকে। গতকাল চারটে উইকেটই নেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন ফার্স্ট সেশনে দুর্ধর্ষ বোলিং করে যান উমেশ যাদব। ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, টড মার্ফিকে ফিরিয়ে তিন উইকেট দখল করেন। অশ্বিনও তিন উইকেট নেন। ৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। তবে নাথান লিয়ন একা খতম করে দেন ভারতীয় ব্যাটসম্যানদের প্রতিরোধ। ৮ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দেন তিনি।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে টি-এর আগেই ভারত চার উইকেট হারিয়ে ফেলে। রোহিত শর্মা (১২), শুভমান গিল (৫), বিরাট কোহলি (১৩), রবীন্দ্র জাদেজা (৭) ফিরে যাওয়ার পর ভারতীয় ইনিংসকে একা টানছিলেন চেতেশ্বর পূজারা। অজি স্পিনারদের সামনে চীনের প্রাচীর হয়ে উঠেছিলেন তারকা। ১৪২ বলে ৫৯ রানে পূজারার ইনিংস রাংক টার্নারে অন্যতম সেরা। তবে লেগ স্লিপে স্মিথের অনবদ্য ক্যাচে পূজারা ফিরতেই ভারতের বাকি ব্যাটাররা ধসে যায়। শেষদিকে শ্রেয়স আইয়ার (২৬), রবিচন্দ্রন অশ্বিন (১৬) এবং অক্ষর প্যাটেল (১৫) ব্যাট হাতে সামান্য অবদান না রাখলে ভারতের স্কোর দেড়শ-ও পেরোত না।

মাত্র ১৬৩ রানে ভারত দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যাওয়ার পর অজিদের জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। শুক্রবার সকালে সেটাই ঘটল।

.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar trophy ind vs aus 2023 australia snatches easy win beating india by 9 wickets