/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/vijay-manjrekar.jpeg)
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই নতুন বিতর্কের সূত্রপাত। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কনভার্সন লিস্টের শীর্ষে রয়েছেন মুরলি বিজয়। এমন পরিসংখ্যান টিভি স্ক্রিনে ফুটে উঠতেই বিস্ময় প্রকাশ করলেন ধারাভাষ্যকার হিসাবে নাগপুরে উপস্থিত থাকা সঞ্জয় মঞ্জরেকর।
তারপরেই ভারতীয় ক্রিকেটের পুরোনো প্রদেশিকতার বিষয়টি মাথাচাড়া দিল। মুরলি বিজয় চটে গিয়ে একহাত নিলেন সঞ্জয় মঞ্জরেকরকে। পুরো বিষয়টির সূত্রপাত ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্ৰথম সেশনে। টেস্ট ক্রিকেটে কনভার্সন অর্থাৎ ভালো শুরু করে বড় রানে কনভার্ট করার যে পরিসংখ্যান তা দেখানো হয় সম্প্রচারকারী চ্যানেলে। যেখানে দেখা যায়, ভারতীয়দের মধ্যে এই তালিকায় শীর্ষে রয়েছেন প্রাক্তন ওপেনার মুরলি বিজয়। তারপর রয়েছেন যথাক্রমে মহম্মদ আজহারউদ্দিন, পলি উমরিগড়, রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
Best conversion rate in Tests in India. pic.twitter.com/fXFYJIGIB3
— Johns. (@CricCrazyJohns) February 10, 2023
এতেই বিস্ময় প্রকাশ করেন সঞ্জয় মঞ্জরেকর। তারপরেই বিষ্ফোরক টুইট করে বসেন সঞ্জয় মঞ্জরেকর। লিখে দেন, "সঞ্জয় মঞ্জরেকর অবাক হয়ে যাচ্ছ মনে হচ্ছে।" বিজয়ের দ্বিতীয় টুইট আরও আক্রমণাত্মক, "মুম্বইয়ের কিছু প্রাক্তন ক্রিকেটার দক্ষিণী ক্রিকেটারদের প্রশংসা করেন না।"
Some Mumbai ex players can never be appreciative of the south ! #showsomelove#equality#fairplayforall@sanjaymanjrekar@BCCI
— Murali Vijay (@mvj888) February 10, 2023
মাত্র সপ্তাহ দেড়েক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মুরলি বিজয়। দেশের জার্সিতে শেষবার মুরলিকে খেলতে দেখা গিয়েছিল পারথ টেস্টে, ২০১৮-য়। দেশের হয় সবমিলিয়ে তামিল তারকা ক্রিকেটার ৬১ টেস্ট, ১৭ ওয়ানডে এবং ৯টি টি২০ ম্যাচ খেলেছেন। টেস্টে বিজয় ৩৮.২৮ গড়ে ৩৯৮২ রান করেছেন। পাঁচ দিনের ক্রিকেট ফরম্যাটে বিজয় ১২ সেঞ্চুরি, ১৫ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৭ ওয়ানডেতে তাঁর রানসংখ্যা ৩৩৯। ৭ টি২০-তে ১৬৯ রান করেছেন তিনি।