Advertisment

ভারতের ব্যাটিংকে গিলে খেয়ে নিলেন লিয়ন! ইন্দোরের খোঁয়াড় পিচে শোচনীয় হারের মুখে রোহিতরা

হারের সামনে দাঁড়িয়ে ভারত

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারত: ১০৯/১০, ১৬৩/১০

অস্ট্রেলিয়া: ১৯৭/১০

Advertisment

নিজেদের তেতো ওষুধ নিজেদেরই গিলতে হচ্ছে ভারতকে। ইন্দোর টেস্টে ভারতীয় ব্যাটিংয়ে একাই গিলে খেয়ে নিলেন অজি স্পিনার নাথান লিয়ন। ৮ উইকেট নিয়ে ভারতীয় ইনিংসকে অজি অফস্পিনার ধসিয়ে দিলেন। ভারত প্ৰথম ইনিংসে ১০৯-এর পর দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেল ১৬৩ রানে। প্ৰথম ইনিংসে এমনিতেই ৮৮ রানে এগিয়ে ছিল অজিরা। এখন দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৫ তুললেই জিতে যাবে অস্ট্রেলিয়া। সিরিজে ১-২ ব্যবধান কমিয়ে ফেলবে ক্যাঙারুরা।

প্রথম দু-টেস্ট তিনদিনের মধ্যে খতম করে দিয়েছিল ভারত। তৃতীয় টেস্টেও বনবন ঘূর্ণি পিচের কড়াইয়ে ভাজা ভাজা করে ফেলার প্ল্যান করেছিল টিম ইন্ডিয়া। তবে এবার উলটপুরান। প্ৰথমে ব্যাট করতে নেমে টড মার্ফি, নাথান লিয়নদের বোলিংয়ের কোনও কুলকিনারা করতে না পেরে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় ভারত। প্ৰথম দিনের শেষে অজিরা চার উইকেট হারালেও স্কোরবোর্ডে তুলে ফেলেছিল ১৫৬।

৪৭ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের সামনে অবশ্য বেশিদূর টানতে পারেনি অজি লোয়ার অর্ডার। দ্বিতীয় দিন শুরুর সেশনেই অস্ট্রেলিয়া বাকি হাফডজন উইকেট হারিয়ে ফেলে স্কোরবোর্ডে মাত্র ৪১ রান যোগ করার ফাঁকে। গতকাল চারটে উইকেটই নেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন ফার্স্ট সেশনে দুর্ধর্ষ বোলিং করে যান উমেশ যাদব। ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, টড মার্ফিকে ফিরিয়ে তিন উইকেট দখল করেন। অশ্বিনও তিন উইকেট নেন। ৮৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল ভারত।

দ্বিতীয় দিনের প্ৰথম সেশনে ভারতীয় বোলাররা দলকে ম্যাচে ফিরিয়ে আনলেও ব্যাটসম্যানরা যে ফের একবার লজ্জার বিপর্যয়ের মুখে ফেলবে টিমকে, ভাবা যায়নি।

দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে টি-এর আগেই ভারত চার উইকেট হারিয়ে ফেলে। রোহিত শর্মা (১২), শুভমান গিল (৫), বিরাট কোহলি (১৩), রবীন্দ্র জাদেজা (৭) ফিরে যাওয়ার পর ভারতীয় ইনিংসকে একা টানছিলেন চেতেশ্বর পূজারা। অজি স্পিনারদের সামনে চীনের প্রাচীর হয়ে উঠেছিলেন তারকা। ১৪২ বলে ৫৯ রানে পূজারার ইনিংস রাংক টার্নারে অন্যতম সেরা। তবে লেগ স্লিপে স্মিথের অনবদ্য ক্যাচে পূজারা ফিরতেই ভারতের বাকি ব্যাটাররা ধসে যায়। শেষদিকে শ্রেয়স আইয়ার (২৬), রবিচন্দ্রন অশ্বিন (১৬) এবং অক্ষর প্যাটেল (১৫) ব্যাট হাতে সামান্য অবদান না রাখলে ভারতের স্কোর দেড়শ-ও পেরোত না।

Cricket Australia Indian Cricket Team
Advertisment