দিল্লি টেস্টের পর ভাইস ক্যাপ্টেনশিপ কেড়ে নেওয়া হয়েছিল। তখনই ইঙ্গিত মিলেছিল এবার বাদ যেতে পারেন চূড়ান্ত অফফর্মে থাকা কেএল রাহুল। সেই জল্পনা সত্যি করেই ইন্দোর টেস্টে বাদ পড়লেন রাহুল। শুভমান গিল রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন।
চলতি সিরিজে প্রথমবার টসে জিতল ভারত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ভারতের একাদশে আরও একটি বদল ঘটেছে। মহম্মদ শামিকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে উমেশ যাদবকে।
আরও পড়ুন: বিয়ে করেই আসছেন কলকাতায়! ছাদনাতলায় এবার KKR-এর ১০.৭৫ কোটি টাকার সুপারস্টার
বর্তমান সময়ে কেএল রাহুলের ফর্ম বারেবারেই প্রশ্নের মুখে পড়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি টেস্টের পরেই ভাইস ক্যাপ্টেনশিপ কেড়ে নেওয়া হয়েছিল কেএল রাহুলের। শেষ ১০ ইনিংসে রাহুলের মোট স্কোর ১২৫। গড় ৩৫-এরও কম। চলতি সিরিজের তিন ইনিংসে রাহুলের স্কোর যথাক্রমে ২০, ১৭ এবং ১।
ব্যাট হাতে শোচনীয় ব্যর্থতায় যেখানে রাহুল একের পর এক ম্যাচে রান করতে পারছেন না, সেখানে শুভমান গিল ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। তিন ফরম্যাটেই ভারতের হয়ে চলতি বছরে সর্বোচ্চ রান স্কোরার গিল। ওয়ানডেতে একটা ডাবল হান্ড্রেড সহ দুটো সেঞ্চুরি করে ফেলেছেন। গত বছর ডিসেম্বরে বাংলাদেশের বিরূদ্ধে প্ৰথম টেস্ট শতরানও করে ফেলেছেন।
আরও পড়ুন: রাহুলের সহ অধিনায়কত্ব কেড়ে নেওয়া কোনও ব্যাপারই নয়! মুখ খুলে KL ইস্যুতে এবার বিস্ফোরণ রোহিতের
এদিকে, প্যাট কামিন্স দেশে ফিরে যাওয়ার পর পেসার মিচেল স্টার্ক সরাসরি প্ৰথম একাদশে ঢুকলেন। ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ক্যামেরন গ্রিনকে ডেকে নেওয়া হয়েছে। কামিন্সের অনুপস্থিতিতে অজি দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ।
ভারতের প্ৰথম একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়া প্ৰথম একাদশ: উসমান খোয়াজা, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, আলেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি, ম্যাথু কুহনেম্যান
Follow live updates HERE