প্ৰথম দুই টেস্টেই অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করেছে টিম ইন্ডিয়া। এই নিয়ে টানা চার বার বর্ডার গাভাসকার ট্রফি নিজেদের দখলে রেখেছে ভারত। তৃতীয় টেস্টে ইন্দোরে ভারতই ফেভারিট হিসাবে খেলতে নামছে।
ভারতের বোলিং কার্যত কোনও পরীক্ষার মুখেই পড়েনি প্ৰথম দুই টেস্টে। অজি ব্যাটিংরা কার্যত কোনও প্রতিরোধও গড়ে তুলতে পারেনি। বোলিং বিভাগে কোনও বদল না হলেও ব্যাটিং অর্ডারে দু-একটা পরিবর্তন সমেত খেলতে নামবে ভারত।
বর্তমান সময়ে কেএল রাহুলের ফর্ম বারেবারেই প্রশ্নের মুখে পড়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি টেস্টের পরেই ভাইস ক্যাপ্টেনশিপ কেড়ে নেওয়া হয়েছিল কেএল রাহুলের। শেষ ১০ ইনিংসে রাহুলের মোট স্কোর ১২৫। গড় ৩৫-এরও কম। চলতি সিরিজের তিন ইনিংসে রাহুলের স্কোর যথাক্রমে ২০, ১৭ এবং ১।
আরও পড়ুন: বিয়ে করেই আসছেন কলকাতায়! ছাদনাতলায় এবার KKR-এর ১০.৭৫ কোটি টাকার সুপারস্টার
ব্যাট হাতে শোচনীয় ব্যর্থতায় যেখানে রাহুল একের পর এক ম্যাচে ব্যর্থ, সেখানে শুভমান গিল ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। তিন ফরম্যাটেই ভারতের হয়ে চলতি বছরে সর্বোচ্চ রান স্কোরার। ওয়ানডেতে একটা ডাবল হান্ড্রেড সহ দুটো সেঞ্চুরি করে ফেলেছেন। গত বছর ডিসেম্বরে বাংলাদেশের বিরূদ্ধে প্ৰথম টেস্ট শতরানও করে ফেলেছেন।
দুর্ধর্ষ ফর্ম সত্ত্বেও শুভমান গিলকে প্ৰথম দুই টেস্টে বাইরে রাখায় প্রশ্নের মুখে পড়েছে রোহিতদের দল নির্বাচন। এমন অবস্থায় ক্রিকেট মহলের ধারণা রাহুলকে বসিয়ে গিলকে হয়ত বুধবার থেকে শুরু হতে টেস্টে সুযোগ দেবেন রোহিতরা। ইন্দোর টেস্টের আগে অনুশীলনে তারই ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার যেমন দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন নেটে, তেমন স্লিপ ক্যাচিং প্র্যাকটিস করেছেন সোমবারের অনুশীলনে।
আরও পড়ুন: রাহুলের সহ অধিনায়কত্ব কেড়ে নেওয়া কোনও ব্যাপারই নয়! মুখ খুলে KL ইস্যুতে এবার বিস্ফোরণ রোহিতের
ভারতের বোলিং একাদশে সম্ভবত কোনও পরিবর্তন ঘটবে না। দুই টেস্টে রবিচন্দ্রন অশ্বিন (১৪) এবং রবীন্দ্র জাদেজা (১৭) জুটি বিপক্ষের ৪০ উইকেটের মধ্যে ৩১টিই দখল করেছেন। অক্ষর প্যাটেল ঘূর্ণি পিচে সেভাবে জ্বলে উঠতে না পারলেও সিরিজে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ১৫৮।
মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের পেস জুটিও সম্ভবত ভাঙা হবে না। শামি দুই টেস্টে ৭ উইকেট দখল করেছেন। এর মধ্যে দিল্লিতে প্ৰথম ইনিংসে চার উইকেট শিকারও রয়েছে। দুই টেস্টেই সিরাজ বল হাতে শুরুর ওভারে টাইট বোলিং করে গিয়েছেন।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়া সম্ভাব্য প্ৰথম একাদশ: ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, আলেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি, ম্যাথু কুহনেম্যান
Read the full article in ENGLISH