Advertisment

রাহুলের সহ অধিনায়কত্ব কেড়ে নেওয়া কোনও ব্যাপারই নয়! মুখ খুলে KL ইস্যুতে এবার বিস্ফোরণ রোহিতের

কেএল রাহুলকে ভাইস ক্যাপ্টেন থেকে ছাঁটাই করা নিয়ে প্রথমবার মুখ খুললেন রোহিত

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বুধবার থেকে ইন্দোরে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। ভারতীয় একাদশে এমনিতেই কেএল রাহুলের জায়গা পাওয়া নিয়ে সংশয় রয়েছে। এমন আবহেই তারকা ব্যাটসম্যানের পাশে দাঁড়াচ্ছেন স্বয়ং ক্যাপ্টেন রোহিত শর্মা। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন রোহিত বলে দিলেন, "স্কোয়াডের ১৭ জনের প্রত্যেকের সুযোগ রয়েছে একাদশে খেলার। যাঁরা প্রতিভাসম্পন্ন, তাঁদের সবসময় দল ব্যাকিং করবে। সহ অধিনায়কত্ব কেড়ে নেওয়া এরকম কোনও বড় ব্যাপার নয়। ওঁকে সহ অধিনায়ক করা হয়েছিল, কারণ সেই সময় খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন তারকা ছিল না। এটা বড় বিষয় নয়।"

Advertisment

ভারত ইতিমধ্যেই চলতি বর্ডার-গাভাসকার ট্রফি দখল করে নিয়েছে। আপাতত ঘরের মাঠে টানা ১৬তম সিরিজ দখলের লক্ষ্যে এগোচ্ছে ইন্ডিয়া। এই সিরিজ জিতলেই ভারত জুনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলবে।

২-০ এগিয়ে থাকা অবস্থায় ভারত হোলকার স্টেডিয়ামে কেএল রাহুলকে বসিয়ে শুভমান গিলকে খেলানোর মত কঠিন সিদ্ধান্ত নেয় কিনা, তা দেখার। খারাপ ফর্মের জন্য রাহুলের কাছ থেকে ভাইস ক্যাপ্টেনশিপ কেড়ে নেওয়া হয়েছে। এরপরেই ইন্দোর টেস্টে তাঁর বাদ পড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। তা সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট এখনও ভরসা রাখছে ডানহাতি তারকা ব্যাটসম্যানের ওপর।

৪৭ টেস্ট খেলার পরেও রাহুলের টেস্ট গড় মাত্র ৩৩.৪। অন্যদিকে, সীমিত ওভারের ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে থাকা শুভমান গিল টেস্ট দলে নিজের সুযোগের অপেক্ষায়। শেষ ১০ টেস্ট ইনিংসে একবারও ২৫-এর গন্ডি পেরোতে পারেননি রাহুল।

গিল-রাহুল ইস্যুতে রোহিত শর্মা ম্যাচের আগে জানিয়ে দিয়েছেন, "আজকে অপশনাল ট্রেনিং সেশন ছিল। যাঁদের ইচ্ছা হয়েছে তাঁরাই অনুশীলনে এসেছেন। কেএল রাহুল এবং গিলের কথা বিবেচ্য হলে ওঁরা এভাবেই ম্যাচের আগের দিন ট্রেনিং করে। একমাত্র টসের সময় চূড়ান্ত একাদশ বাছব। শেষ মুহূর্তে ইনজুরির কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছি।"

Read the full article in ENGLISH

KL Rahul Indian Cricket Team Rohit Sharma
Advertisment