New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/rohit-ishan.jpeg)
ভারতীয় ব্যাটসম্যানদের প্রচেষ্টায় মোটেই সন্তুষ্ট নন রোহিত শর্মা
নাথান লিয়নের কাছে ধসে পড়ল ভারতীয় ব্যাটাররা। আর একের পর এক ব্যাটসম্যানদের হারাকিরি দেখে ড্রেসিংরুমে বসে ক্ষিপ্ত হয়ে উঠলেন রোহিত শর্মা।
ক্রিজে তখন ব্যাটিং করছিলেন চেতেশ্বর পূজারা এবং অক্ষর প্যাটেল। তবে ভারতীয়দের ব্যাটিংয়ের ধরণ মোটেই পছন্দ হচ্ছিল না ক্যাপ্টেনের। তিনি সরাসরি ঈশান কিষানকে নিজের ক্ষোভের কথা জানিয়ে মাঠে নামিয়ে দেন।
জানা যাচ্ছে পূজারা এবং অক্ষর যখন ব্যাটিং করছিলেন, সেই সময় ভারতের রক্ষণাত্মক ব্যাটিংয়ের ধরণে মোটেই খুশি হতে পারেননি রোহিত। তারপরেই তিনি ঈশান কিষানকে মাঠে পাঠিয়ে দেন।
Ishan Kishan coveys the message to Axar Patel. pic.twitter.com/sCC28rPq4Q
— Cricket Junkie (@JunkieCricket) March 2, 2023
কিষান মাঠে নেমে পূজারাদের সঙ্গে ড্রিংক্স ব্রেকে কথা বলতে দেখা যায়। সেই আলোচনা যেন শাপে বর হল। কয়েক ওভার পরেই পূজারা লিয়নকে সপাটে ছক্কা হাঁকান। যা দেখে রোহিতের মুখে হাসি ফোটে।
তবে রোহিতের খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভারতীয় ইনিংস শেষ পর্যন্ত ১৬৩ রানে অলআউট হয়ে যায়। আর মাত্র ৭৬ রান তুললেই জিতে যাবে অস্ট্রেলিয়া।
ভারতীয় ইনিংসে একা লড়লেন চেতেশ্বর পূজারা। তবে হাফসেঞ্চুরি পূরণ করার পর লেগস্লিপে স্মিথের দুরন্ত ক্যাচে বিদায় নেন তারকা ব্যাটসম্যান। এরপরে উমেশ যাদবের ইনিংস মাত্র দু-বল স্থায়ী হয়। ভারত চলতি সিরিজে এখন ২-০ এগিয়ে রয়েছে।
Read the full article in ENGLISH