Advertisment

মাঠেই কোহলির 'পাগলু ড্যান্স'! চরম কাণ্ডে অস্থির দর্শকরা, দেখুন ভিডিও

বিরাটের কাণ্ড চমকে দিল ক্রিকেট বিশ্বকে, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মাঠ ও মাঠের বাইরে কোহলি কী কর্বেনজ তা নিয়ে আগাম আঁচ পাওয়া যায় না। ক্রিকেট মহলের সকলেই এই বিষয়ে নিশ্চিত। ক্রিকেট মাঠে চরম অঙ্গভঙ্গি করে বারেবারেই শিরোনামে উঠে আসেন মহাতারকা। ইন্দোর টেস্টেও একইভাবে খবরের মধ্যমণি হয়ে উঠলেন তিনি। পারফরম্যান্স নয়, অক্রিকেটীয় কারণে।

Advertisment

অস্ট্রেলীয় ইনিংস চলাকালীন কোহলি হঠাৎ করেই স্লিপে দাঁড়িয়ে নাচতে শুরু করে দেন। ক্যামেরায় সেই ঘটনা ধরা পড়তেই কোহলির কাণ্ড ভাইরাল।

ব্যাট হাতে কোহলি অবশ্য শিরোনাম আদায় করার মতই পারফরম্যান্স মেলে ধরার ইঙ্গিত দিয়েছিলেন। ২২ রানের ইনিংসে আলোচিত পিচে যথেষ্ট স্বচ্ছন্দ দেখিয়েছে তাঁকে। তবে শেষমেশ টড মার্ফির বলে লেগ বিফোর হয়ে ফিরতে হয় তাঁকে।

দিল্লি টেস্টের একাদশ থেকে ভারত জোড়া বদল ঘটিয়ে খেলতে নেমেছিল। ফর্ম হারানো কেএল রাহুলকে বসিয়ে সুযোগ দেওয়া হয় শুভমান গিলকে। অন্যদিকে, মহম্মদ শামিকে বিশ্রামে পাঠিয়ে নামানো হয় উমেশ যাদবকে। টসে জিতে প্রত্যাশিতভাবেই ভারত ব্যাটিং নেয় শুরুতে।

ভারতের ব্যাটিং বিপর্যয়েট মধ্যে কোহলি এবং শ্রীকর ভরত ষষ্ঠ উইকেটে ২৬ রান যোগ করে যান। তারপর দুজনই প্ৰথম সেশনের শেষের দিকে আউট হয়ে যান। বল বিপজ্জনকভাবে নিচু হচ্ছে, টার্ন করছে- এরকম পিচে বিরাট কোহলি (২২) এবং শুভমান গিল (২১) ভালো শুরু করেও নিজেদের ইনিংস বেশিদূর টানতে পারেননি। বাকিরা শোচনীয়ভাবে ব্যর্থ। ম্যাথু কুহনেম্যান পাঁচ উইকেট শিকার করে যান। নাথান লিয়নের দখলে ৩ উইকেট।

Read the full article in ENGLISH

Indian Cricket Team Virat Kohli
Advertisment