scorecardresearch

অসুস্থ হয়েই শতরান করেছেন! কোহলির সেঞ্চুরির পরেই বিষ্ফোরক খোলসা স্ত্রী অনুষ্কার

কোহলির সেঞ্চুরির পরেই মুখ খুললেন অনুষ্কা

অসুস্থ হয়েই শতরান করেছেন! কোহলির সেঞ্চুরির পরেই বিষ্ফোরক খোলসা স্ত্রী অনুষ্কার

সাড়ে তিন বছর পর কোহলির ব্যাটে টেস্ট শতরান এসেছে। এরপরেই কোহলির অভিনেত্রী অনুষ্কা শর্মা জানিয়ে দিলেন, অসুস্থ অবস্থায় আহমেদাবাদ টেস্টে ব্যাটিং করেছেন কোহলি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা লিখে দিয়েছেন, “অসুস্থ অবস্থায় এরকম সংযমী ইনিংস খেলে গেল। বরাবর অনুপ্রেরণামূলক।”

১৪ মাস পরে টেস্টে গতকাল শনিবারই হাফসেঞ্চুরি হাঁকিয়ে শতরানের গন্ধ পেয়ে গিয়েছিলেন। আর রবিবার কোহলির ব্যাটে দেখা মিলল সেই সেঞ্চুরির। লাঞ্চের পরেই কোহলি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেরিয়ারের ২৮তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেললেন মহানায়ক।

লাঞ্চের আগে ৮৮ রানে ব্যাট করেছিলেন কোহলি। দ্বিতীয় সেশনের শুরুতেই লিয়নের বলে ফিরতে হয় শ্রীকর ভরতকে। হাফসেঞ্চুরির ঠিক আগেই আউট হয়ে যাওয়ায় শ্রীকর ভরত হতাশাও প্রকাশ করেন। তবে কোহলি হতাশ হওয়ার কোনও সুযোগই দেননি। ভারতীয় ইনিংসের ১৩৮তম ওভারে নাথান লিয়নের ওভারের দ্বিতীয় বলেই কোহলি সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। ২৪১বল খেলে এল কোহলির বহু প্রতীক্ষিত এই শতরান।

শনিবার তৃতীয় দিনের শেষে কোহলি ৫৯ রানে অপরাজিত ছিলেন। সতর্ক ভঙ্গিতে খেলেই কোহলি শতরানের জন্য বাকি ৪১ রান তুলে ফেলেন। ২৪১ বলে কোহলি বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ৫টি। এতেই স্পষ্ট কোহলি কতটা সংযমী ছিলেন।

২০১৯-এ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ শতরানের পর কোহলি বহুদিন সেঞ্চুরির মুখ দেখেননি। গত বছর এশিয়া কাপে কোহলি শেষমেশ টি২০-তে শতরানের মাধ্যমে সেঞ্চুরি খরা কাটান। এরপরে ওয়ানডেতে আরও তিনটি সেঞ্চুরি করেন তিনি। তবে টেস্টের শতরানটাই যা আসছিল না। শেষমেশ সেটাও পূর্ণ করে ফেললেন তিনি রবিবার।

প্ৰথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০-তে ফিনিশ করার পরে ভারত ৫৭১ তুলল জবাবে। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে তিন রানে শেষ করেছে। ভারত এখনও ৮৮ রানের লিড নিয়েছে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar trophy ind vs aus 4th test anushka sharma lauds virat kohlis long awaited century