আহমেদাবাদ টেস্টে টসে জিতে প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজে ভারত ২-১'এ এগিয়ে রয়েছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত জিতলেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। ইন্দোর টেস্ট জিতে অজিরা আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল। ভারত হারলে অথবা ড্র করলে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড সিরিজের ফলাফলের ওপর নির্ভর করে থাকতে হবে টিম ইন্ডিয়াকে।
ইন্দোর টেস্ট থেকে ভারতের একাদশে একটিই পরিবর্তন ঘটানো হয়েছে। মহম্মদ শামিকে বিশ্রামে পাঠানো হয়েছিল ইন্দোরে। এবার তাঁকে প্ৰথম একাদশে ফিরিয়ে নেওয়া হল। বিশ্রামে গেলেন সিরাজ। যিনি গত বছর তিন ফরম্যাটেই টানা খেলে চলেছেন। দেখার ছিল কেএস ভরতকে বসিয়ে ভারত ঈশান কিষানের অভিষেক ঘটানোর সুযোগ দেয় কিনা। তবে ভরতকে রেখেই দল গড়েছে টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলীয় একাদশ অপরিবর্তিত রয়েছে।
আগেই ঠিক ছিল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখতে হাজির থাকবেন ভারত-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। সেই হিসাবেই এদিন সকালে আহমেদাবাদে হাজির হয়ে যান নরেন্দ্র মোদি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী এন্থনি আলবানেজকে সঙ্গে নিয়ে। স্কোয়াডের সঙ্গে দুই প্রধানমন্ত্রীই সাক্ষাৎ পর্ব সারেন ম্যাচের আগে।
টসে হেরে রোহিত জানালেন, "টস জিতলে আমরাও আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। সিরাজকে বিশ্রাম দিয়ে শামিকে ফিরিয়ে নেওয়া হল। পিচ দেখে মনে হচ্ছে বাকি তিন টেস্টের মত নয়। আশা করি পাঁচদিনই এরকম থাকবে।"
ভারতের প্ৰথম একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, উমেশ যাদব