ভারত সফরের মাঝপথে তড়িঘড়ি দেশে ফিরেও রক্ষা করতে পারলেন না মাকে। প্যাট কামিন্সের মা দীর্ঘ অসুস্থতায় ভোগার পর সিডনিতে শুক্রবার চলে গেলেন না দেখার দেশে। প্যাট কামিন্সের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ক্যাপ্টেনের মার প্রয়াণকে সম্মান জানাতে শুক্রবার আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন অজিরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।
অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, "রাতে মারিয়া কামিন্সের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে আমরা হৃদয়ের অন্তস্থল থেকে কামিন্স পরিবার, প্যাট ও তাঁদের আত্মীয়-স্বজনদের উদ্দেশ্যে সমবেদনা জানানো হচ্ছে।"
বিসিসিআইয়ের তরফেও প্রেস বিবৃতিতে প্যাট কামিন্সের মায়ের প্রয়াণের জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে, "ভারতীয় ক্রিকেটের তরফ থেকে আমরা কামিন্সের মায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করছি। কামিন্সের পরিবার এবং নিকটাত্মীয়দের জন্য এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা রইল।"
শুক্রবার দ্বিতীয় দিনে অজি ইনিংসের সূচনা করছেন ক্যামেরন গ্রিন এবং শতরানকারী উসমান খোয়াজা। দুজনের হাতেই রয়েছে কালো আর্মব্যান্ড।
২০০৫-এ কামিন্সের মার প্রথম ব্রেস্ট ক্যান্সারে ধরা পড়ে। তারপর থেকেই নিয়মিত চিকিৎসায় ছিলেন তিনি। গত কয়েক সপ্তাহে পরিস্থিতির অবনতি ঘটে।
এর আগে দিল্লি টেস্টের পরেই দেশে উড়ে গিয়েছিলেন কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে মিডিয়া বিবৃতিতে প্যাট কামিন্সের সেই সময়ে বলেন, “ভারতে আপাতত ফিরছি না। কারণ মা আপাতত অসুস্থ এবং যন্ত্রনা উপশমকারী কেয়ারে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে থাকা এই মুহূর্তে জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং সতীর্থদের কাছ থেকে উত্তুঙ্গ সমর্থন পেয়ে ভালো লাগছে। আমার পরিস্থিতি অনুধাবন করতে পারায় ধন্যবাদ।”
কামিন্সের অনুপস্থিতিতে স্টিভ স্মিথ নেতৃত্বে দিয়ে ইন্দোর টেস্টে দলকে জেতান। এবার আহমেদাবাদেও স্মিথ দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।
Read the full article in ENGLISH