Advertisment

অনুষ্কা কি মিথ্যাবাদী! বিরাটকে নিয়ে ভয়াবহ মন্তব্যের পাল্টা দিলেন অক্ষর

অক্ষরের বক্তব্যে অনুষ্কাকে নিয়ে নয়া বিতর্ক

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

১৪ মাস পরে এসেছিল টেস্টে হাফসেঞ্চুরি। তারপরে গোটা দেশ প্রতীক্ষায় ছিল প্রিয় তারকার টেস্ট শতরানের। তারপরে ৩৯ মাস, সাড়ে তিন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ কোহলির ব্যাটে এসেছে শতরান।

Advertisment

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৮তম টেস্ট শতরানের পরেই কোহলিকে নিয়ে শুভেচ্ছার বন্যায় ভেসেছিল সোশ্যাল মিডিয়া। চতুর্থ দিন লাঞ্চের আগে ৮৮ রানে ব্যাট করেছিলেন কোহলি। দ্বিতীয় সেশনের শুরুতেই লিয়নের বলে ফিরতে হয় শ্রীকর ভরতকে। হাফসেঞ্চুরির ঠিক আগেই আউট হয়ে যাওয়ায় শ্রীকর ভরত হতাশাও প্রকাশ করেন। তবে কোহলি হতাশ হওয়ার কোনও সুযোগই দেননি। ভারতীয় ইনিংসের ১৩৮তম ওভারে নাথান লিয়নের ওভারের দ্বিতীয় বলেই কোহলি সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। ২৪১বল খেলে আসে কোহলির বহু প্রতীক্ষিত এই শতরান।

আর কোহলির অনবদ্য হাফসেঞ্চুরির পরে অনুষ্কা শর্মা বিষ্ফোরকভাবে জানিয়ে দেন, অসুস্থতা নিয়ে ব্যাট করেছেন মহাতারকা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা লিখেছিলেন, "অসুস্থ অবস্থায় এরকম সংযমী ইনিংস খেলে গেল। বরাবর অনুপ্রেরণামূলক।”

publive-image

তবে অনুষ্কার মন্তব্যের সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করে গেলেন অক্ষর প্যাটেল। দিনের শেষে অনুষ্কার মন্তব্যের পাল্টা তিনি বলে দেন, "আমি জানি না ও সত্যি অসুস্থ কিনা। কখনই মনে হয়নি ও অসুস্থ। এই তীব্র গরমে ও দারুণ পাররনারশিপ যেমন বিল্ড আপ করল, তেমন দ্রুত সিঙ্গলসও নিচ্ছিল। ওঁর সঙ্গে ব্যাটিং করা মজার।"

ষষ্ঠ উইকেটে কোহলিট সঙ্গে ১৬২ রানের দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে যান অক্ষর। অক্ষর ৭৯ রানের ইনিংসে মাঠ মাতালেন। চলতি সিরিজে এই নিয়ে তৃতীয় ফিফটি প্লাস স্কোর করে গেলেন তারকা অলরাউন্ডার। বল হাতে গোটা সিরিজে সেভাবে প্রভাব ফেলতে না পারলেও টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠা দিয়ে গেল এই বর্ডার গাভাসকার সিরিজ।

Anushka Sharma Virat Kohli Virat-Anushka Indian Cricket Team Axar Patel
Advertisment