সাড়ে তিন বছরের অপেক্ষার অবসান ঘটল রবিবার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। গোটা দেশ যেন কোহলির ৭৫তম আন্তর্জাতিক শতরানের প্রতীক্ষায় ছিল। আর মাহেন্দ্রক্ষণ আসতেই শুভেচ্ছার বন্যায় ভেসে যান মহাতারকা।
এমনই একটি শুভেচ্ছাজ্ঞাপক পোস্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে নিল। তা হল গুজরাট পুলিশকে উদ্দেশ্য করে দিল্লি পুলিশের করা একটি শুভেচ্ছা-বার্তা। দিল্লি পুলিশের তরফে কোহলিকে বলা হয়েছে 'আমাদের ছেলে'। গুজরাট পুলিশের কাছে তাঁদের আর্জি, অতিথিদের আহত করার জন্য কোহলিকে যেন অভিযুক্ত না হতে হয়।
আরও পড়ুন: অসুস্থ হয়েই শতরান করেছেন! কোহলির সেঞ্চুরির পরেই বিষ্ফোরক খোলসা স্ত্রী অনুষ্কার
দিল্লি পুলিশের টুইট বয়ান, "প্রিয় গুজরাট পুলিশ। আমাদের দিল্লির ছেলে বিরাট কোহলিকে স্বেচ্ছায় অতিথিদের আহত করার জন্য অনুগ্রহ করে অভিযুক্ত করো না। অস-সাম খেলা বিরাট কোহলি।" সেই টুইটের সঙ্গেই একটি কোহলির ছবি জুড়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা হয়েছে, "বুরা না মানো, কোহলি হ্যায়।"
রবিবার ৫৯ রানে গতকালের ইনিংসের পুনরায় সূচনা করেন কোহলি। বাকি ৪১ রান করতে যথেষ্ট সময় নেন তিনি। ২৪১ বলে শেষমেশ শতরান করে যান মহাতারকা। সংযমী ইনিংসে অ-কোহলিচিত ইনিংসেই শেষমেশ টেস্টে শতরানের খরা কাটিয়ে যান।
রবীন্দ্র জাদেজা ফার্স্ট সেশনেই আউট হয়ে যাওয়ার পরে কেএস ভরতের সঙ্গে ৮৮ রানের পার্টনারশিপ খেলেন তিনি। সেই জুটির সৌজন্যেই অস্ট্রেলিয়া ইনিংস ধরাছোঁয়ার মধ্যে চলে আসে ভারতের।
শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা ১১৩ রানের পার্টনারশিপে ভাঙন ধরার পরে ক্রিজে এসেছিলেন কোহলি। কোহলি এসেই শুভমান গিলের শতরানের দেখেন নন-স্ট্রাইকিং এন্ড থেকে।
কোহলি শেষ পর্যন্ত থামলেন ১৮৬ করে। মাত্র ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাঁকাতে পারলেন না। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ভারত ফার্স্ট ইনিংসে তুলেছে ৫৭১ রান।
Read the full article in ENGLISH