/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/mohammed-shami.jpg)
Jai Shree Ram Chants in Ahmedabad Test: চতুর্থ টেস্ট চলাকালীন নরেন্দ্র মোদি স্টেডিয়াম লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল। মহম্মদ শামিকে রাগিয়ে দেওয়ার জন্য গ্যালারি থেকেই 'জয় শ্রী রাম' ধ্বনি দেওয়া হল। দর্শকদের একাংশের এমন কাণ্ড কারখানায় অপ্রীতিকর অবস্থার অবতরণ ঘটল আহমেদাবাদ টেস্টে। সেই ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
জানা যাচ্ছে চতুর্থ টেস্টের তৃতীয় দিন শুরুর আগের ঘটনা। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা দিনের খেলা শুরুর আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময়েই দর্শকরা সূর্যকুমার যাদবকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তারপরে দর্শকদের নজরে শামি পড়তেই, চালু হয়ে যায় 'জয় শ্রী রাম' ধ্বনি।
"Shami... Jai Shree Ram"...
If this indeed happened before the start of the 4th test of the #BorderGavaskarTrophy in Ahmedabad, it makes me puke at the insensitivity from certain pricks.
I'd ban these fellows from attending any games here after! pic.twitter.com/AYHK2W5suw— Saikiran Kannan | 赛基兰坎南 (@saikirankannan) March 10, 2023
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনায় নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সকলেই সংশ্লিষ্ট দর্শকদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার পক্ষপাতী। গুজরাট ক্রিকেট সংস্থার পক্ষ থেকে অভিযুক্ত দর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হচ্ছে।
এর আগেও ভারতীয় দর্শকদের রোষানলে পড়েছেন শামি। ২০২১-এ টি২০ ওয়ার্ল্ড কাপে ভারত একপেশেভাবে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে যায়। দর্শকদের একাংশ মহম্মদ শামিকে সেই হারের জন্য দায়ী করে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক শব্দ প্রয়োগ করেন। যে ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। সেই সময় শচীন তেন্ডুলকর থেকে ভিভিএস লক্ষ্মণ- সকলেই শামির পাশে দাঁড়িয়ে ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন। সেই সময় জাতীয় দলের অধিকাংশ তারকা অবশ্য সরাসরি মুখ খোলেননি। কারণ বোর্ডের গাইডলাইনেই বলে রয়েছে, ট্রোলের প্রেক্ষিতে অহেতুক মুখ খুলে সংশ্লিষ্ট ইস্যুতে জ্বালানি দেওয়া উচিত নয়।
যাইহোক, ম্যাচ অবশ্য ড্রয়ের দিকে এগোচ্ছে। অস্ট্রেলিয়া ক্যামেরন গ্রিন এবং উসমান খোয়াজার জোড়া শতরানে ভর করে ৪৮০ তুলেছিল। জবাবে ভারত দ্বিতীয় সেশন চলাকালীন শেষ আপডেট পর্যন্ত ১৮৯/২ করেছে। রোহিত শর্মা (৩৫), চেতেশ্বর পূজারা (৪২) আউট হয়ে গেলেও শতরান লড়ে ব্যাট করছেন শুভমান গিল এবং ক্রিজে সদ্য নামা বিরাট কোহলি।