আহমেদাবাদ টেস্ট শেষের আগেই বড়সড় সুখবর টিম ইন্ডিয়া শিবিরে। ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল। অস্ট্রেলিয়া আগেই কোয়ালিফাই করেছিল ইন্দোর টেস্ট জয়ের পরে।
ভারতের সঙ্গে ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে ছিল শ্রীলঙ্কা। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম টেস্ট দু উইকেটে হেরে বসায় লঙ্কানরা ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল। নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কা গিয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পৌঁছনোর লক্ষ্য নিয়ে। তবে অঙ্ক ছিল কঠিন। নিউজিল্যান্ডের মাটিতেই কিউইদের ২-০ ফলাফলে হারাতে হত শ্রীলঙ্কাকে। সেই সঙ্গে ভারতকে আহমেদাবাদ টেস্টে ড্র কিংবা হারতে হত।
তবে প্ৰথম টেস্ট শ্রীলঙ্কা হেরে বসায় আহমেদাবাদ টেস্টের ফলাফল যাই হোক না কেন, ভারতের ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেল সোমবার সকালে।
আরও পড়ুন: অসুস্থ হয়েই শতরান করেছেন! কোহলির সেঞ্চুরির পরেই বিষ্ফোরক খোলসা স্ত্রী অনুষ্কার
নিউজিল্যান্ডে গিয়ে টানা দুটো ম্যাচে জিতলে শ্রীলঙ্কার পিসিটি (পয়েট পার্সেন্টেজ) দাঁড়াত ৬১.১১। অন্যদিকে, ভারত আহমেদাবাদ টেস্ট জিততে ব্যর্থ হলে ভারতের সর্বোচ্চ পয়েন্ট পার্সেন্টেজ হতে পারে ৫৮.৭৯। তবে ক্রাইস্টচার্চের হেগলে ওভালে লঙ্কানরা হেরে বসায় এসব হিসাব নিকেশ গৌণ হয়ে গেল।
শেষ দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ২৮৫ রান। কেন উইলিয়ামসন শতরান করে যান। শেষ ওভারে কিউইদের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৮ রানে। শেষ বলে নিউজিল্যান্ড জয় নিশ্চিত করার হাতে দু-বল নিয়ে।
অন্যদিকে, আহমেদাবাদে শেষ দিনের খেলা চলছে। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ভারত প্ৰথম ইনিংসে তুলেছিল ৫৭১ রান। ৯১ রানে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে সোমবার। ড্রয়ের পথেই এগোচ্ছে ম্যাচের ফলাফল। তবে তাতে ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা আটকাবে না।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা থেকে ভারত টানা দু-বার ফাইনালে উঠল। ২০১৯/২১ ক্রিকেট ক্যালেন্ডারে ভারত মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ব্ল্যাক ক্যাপসদের কাছে আট উইকেটে হেরে যায় ভারত। শেষবার অস্ট্রেলিয়া মাত্র .৮ পয়েন্ট পার্সেন্টেজের জন্য ফাইনালে পৌঁছতে পারেনি। এবার ৭ জুন ফাইনাল। লন্ডনের ওভালে। সেই ম্যাচে ভারত প্ৰথমবার সেরার সেরা হতে পারে কিনা, সেটাই দেখার।
Read the full article in ENGLISH