IND vs AUS 4th Test: লোয়ার অর্ডারে ভারতীয় ব্যাটসম্যানরা আগের মতই জ্বলে উঠছেন নিয়মিত। তা সত্ত্বেও ঋষভ পন্থের অনুপস্থিতি প্রকট হয়েছে ইন্দোর টেস্টে। পন্থকে না পাওয়া যাওয়ার আক্ষেপই করে গেলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। আহমেদাবাদ টেস্টের আগে।
বলে গেলেন, "ওঁকে আমরা দারুণভাবে মিস করছি। সত্যি কথা বলতে ওঁর কথা উঠলেই আমরা সকলে জানি ও ব্যাট হাতে কী করতে পারে। এছাড়াও গত কয়েক বছর ধরে ও টার্নিং ট্র্যাক সহ সর্বত্র কিপিংও ভালো করে চলেছে।"
টানা তিনটে টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর কেএস ভরতকে মোতেরায় কিপার-ব্যাটসম্যান হিসেবে খেলানো হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঈশান কিষান গত কয়েকদিন উইকেটকিপিং অনুশীলন না করলেও বুধবার ম্যাচের আগের দিন অনুশীলনে দেখা গিয়েছে ধোনির রাজ্যের তরুণ তুর্কিকে।
রোহিত অবশ্য জানিয়ে দিচ্ছেন, "পন্থকে পাওয়া যাবে না তা নিশ্চিত হওয়ার পরই আমরা ঈশান কিষানকে স্কোয়াডে নিই। ঈশানও একজন বাঁ হাতি এবং আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে।"
"অন্যদিকে, কেএস ভরত ঘরোয়া পর্যায়ে প্রচুর ম্যাচ খেলেছে- রঞ্জি ট্রফি, ইন্ডিয়া-এ, জোনাল স্তরে। প্রচুর রান-ও করেছে। এরকম পিচে ওঁর ব্যাটিংয়ে বিচার করতে যাওয়াটা কিছুটা ভুল-ই হবে। যদি কাউকে অভিষেক ঘটাতে দেওয়া হয়, তাহলে তাঁর পর্যাপ্ত সুযোগ প্রাপ্য।"
ম্যাচের আগে ভরতের সঙ্গে কী কথা হয়েছে, সেটাও খোলসা করেছেন ক্যাপ্টেন রোহিত। বলে দিয়েছেন, "সিরিজ শুরুর আগেও ওঁট সঙ্গে আমাদের কথা হয়েছে। ওঁকে আশ্বস্ত করে বলেছি- কোন ধরণের পিচে আমরা খেলছি, তা নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই। কারণ নিজেকে প্রমাণের জন্য তুমি পর্যাপ্ত সুযোগ পাবে। কারণ এই পিচে ব্যাট কা সহজ নয়।"
"এরকম পিচে ব্যাটসম্যানদের ব্যর্থ হবে, এরকমটা ধরে নিয়েই এগোনো হয়। তারপরে ওঁদের ব্যাক করতে হয়। কেএসের সঙ্গে আমরা সেটাই করছি। আগেও বলেছি, ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে ও। অভিজ্ঞতাও অনেক। ঈশানের সঙ্গেও আমাদের কথা হয়েছে। ওর যখন সুযোগ আসবে টানা খেলবে। স্রেফ দু-একটা ম্যাচ খেলিয়ে বাদ দেওয়া হবে না।"
Read the full article in ENGLISH