/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/rohit-ishan.webp)
আহমেদাবাদ টেস্ট শুরুর আগেই শিরোনামে ছিলেন ঈশান কিষান। ভাবা হচ্ছিল কেএস ভরতের টানা ব্যর্থতায় টিম ম্যানেজমেন্ট এবার হয়ত টেস্টে অভিষেক ঘটানোর মঞ্চ তৈরি করে দেবে ঈশান কিষানের জন্য। তবে জল্পনা থাকলেও শেষমেশ ভরতের ওপরেই ভরসা রাখা হয়েছে।
অভিষেক ঘটিয়ে শিরোনামে উঠতে না পারলেও ঈশান এবার আলোচনায় উঠে এলেন অন্যভাবে। মাঠেই সরাসরি রোহিত শর্মা ঈশানকে কার্যত চড় মারতে গেলেন। যদিও পুরোটাই মজার ছলে। তবে নেটিজেনদের একাংশের কাছে এই ঘটনা দৃষ্টিকটু ঠেকেছে।
আহমেদাবাদ টেস্টে প্ৰথম এগারোয় জায়গা না পাওয়া ঈশান কিষানকে জল-বওয়ার দায়িত্ব দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। প্ৰথম দিনের ম্যাচ চলাকালীন এক বিরতিতে সতীর্থদের জন্য ড্রিঙ্কসও বয়ে নিয়ে আসেন ঈশান। দৌড়ে দৌড়ে আসছিলেন কিষান। তিনি একটু তাড়াতেই হয়ত ছিলেন। রোহিতের হাতে ড্রিংকসের বোতল তাড়াহুড়োয় তুলে দিতে গিয়ে তা মাটিতে পড়ে যায়। এরপরেই রোহিত চড় মারার ভঙ্গি করেন দলের তরুণ তুর্কির জন্য।
Rohit sharma trying to manhandle ishan kishan
What does he think, is ishan his personal servant ? Shameful behavior pic.twitter.com/L0hvUhqcif— M. (@IconicKohIi) March 9, 2023
এমন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হতেই তা ভাইরাল। নেটিজেনদের একাংশ যদিও ভারতীয় দলের টিম বন্ডিংয়ের প্রশংসা করেছেন, তেমন অনেকেই আবার রোহিতের কাজের নিন্দা করেছেন।
যাইহোক, ম্যাচের আগে কেএস ভরতের পাশে দাঁড়াতে গিয়ে রোহিত বলে দিয়েছিলেন, "পন্থকে পাওয়া যাবে না তা নিশ্চিত হওয়ার পরই আমরা ঈশান কিষানকে স্কোয়াডে নিই। ঈশানও একজন বাঁ হাতি এবং আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে।”
“অন্যদিকে, কেএস ভরত ঘরোয়া পর্যায়ে প্রচুর ম্যাচ খেলেছে- রঞ্জি ট্রফি, ইন্ডিয়া-এ, জোনাল স্তরে। প্রচুর রান-ও করেছে। এরকম পিচে ওঁর ব্যাটিংয়ে বিচার করতে যাওয়াটা কিছুটা ভুল-ই হবে। যদি কাউকে অভিষেক ঘটাতে দেওয়া হয়, তাহলে তাঁর পর্যাপ্ত সুযোগ প্রাপ্য।”