রোহিত রেগে গেলে কাউকেই ছাড় দেন না। ঈশান কিষান তো বটেই দলের উঠতি তরুণদের শাসন করতে দ্বিধা করেন না হিটম্যান। এবার রোহিতের ক্ষোভের পাল্লায় পড়ে গেলেন স্বয়ং শুভমান গিল। ফিল্ড প্লেসমেন্টের সময় সরাসরি গালিগালাজই করে বসলেন তিনি।
অবশ্য শনিবার, তৃতীয় দিনের ঘটনা নয়। ম্যাচের দ্বিতীয় দিনে রাগত মেজাজে ধরা পড়লেন রোহিত। অস্ট্রেলিয়া ইনিংস বিশাল বড় স্কোর খাড়া করছিল সেই সময়ে। মাথা শান্ত রাখতে পারেননি তিনি। ফিল্ডিংয়ে অদলবদল করছিলেন তিনি। সেই সময়েই শুভমান গিলকে সরাসরি তিনি বলে দেন, “ওহে গিল বদমায়েশি (গালাগালি) কম কর!” সেই সময় ভারতীয় বোলারদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন উসমান খোয়াজা। নিজের দ্বিশতরানের পথে এগোচ্ছিলেন তিনি। সেই সময়েই স্ট্যাম্প মাইকে ধরা পড়ল রোহিতের গালিগালাজ।
তারপরে সেই ভিডিও সঙ্গেসঙ্গেই ভাইরাল। ক্যাপ্টেনের গালিগালাজও অবশ্য দমাতে পারেননি গিলকে। তৃতীয় দিন গিলের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরানে ভারত ভালো জায়গায়। ১৮৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে নতুন বছরে এখনই পাঁচ-পাঁচটা শতরান হাঁকিয়ে ফেললেন। তিন ফরম্যাটেই সেঞ্চুরি হয়ে গেল গিলের। কেরিয়ারে এখনই ওয়ানডেতে পাঁচটি এবং টেস্ট-টি২০-তে একটি করে শতরান করে ফেলেছেন তিনি।
ম্যাচ অবশ্য ড্রয়ের দিকে এগোচ্ছে। অস্ট্রেলিয়া ক্যামেরন গ্রিন এবং উসমান খোয়াজার জোড়া শতরানে ভর করে ৪৮০ তুলেছিল প্ৰথম ইনিংসে। রবিচন্দ্রন অশ্বিন টেস্ট কেরিয়ারের ৩২তম পাঁচ উইকেট শিকার করে যান। জবাবে ভারত তৃতীয় দিনের শেষে ২৮৯/৩ করেছে। রোহিত শর্মা (৩৫), চেতেশ্বর পূজারা (৪২) আউট হয়ে যাওয়ার পর শুভমান গিল ১২৮ করে যান। হাফসেঞ্চুরি করা বিরাট কোহলির সঙ্গে ক্রিজে অপরাজিত রয়েছেন জাদেজা।