Advertisment

KL রাহুলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত একদম সঠিক! আগুন ঝড়ানো সেঞ্চুরিতে বুঝিয়ে দিলেন গিল

দুর্ধর্ষ শতরান করে ভারতকে ম্যাচে রাখলেন শুভমান গিল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সমস্ত ফরম্যাটের ক্রিকেটে নিজের অপ্রতিরোধ্য ফর্ম ধরে রাখলেন শুভমান গিল। ব্যাটে যেন আগুন ঝরছে তিন ফরম্যাটেই। চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে সুযোগ পেয়েই নিজের দ্বিতীয় টেস্ট শতরান করে গেলেন আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সবমিলিয়ে, ২০২৩-এই পাঁচ শতরান তাঁর নামের পাশে। ৭০ দিনের মধ্যেই পাঁচ-পাঁচটি শতরান করে সোনার ফর্ম ধরে রাখলেন তিনি।

Advertisment

চলতি বছরে তাঁর নামের পাশে ১৪ ম্যাচে ৮৯৭ রান। গড় ৭৪.৭৫। ওয়ানডেতে তিনটে সেঞ্চুরি। টেস্ট এবং টি২০'তে একটি করে শতরান করে ফেললেন ২০২৩-এ।

আরও পড়ুন: শামিকে কুরুচিকর আক্রমণ মোদির স্টেডিয়ামে! ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে খেপানো হল সুপারস্টারকে, দেখুন লজ্জার ভিডিও

চতুর্থ টেস্টের তৃতীয় দিনে শুভমান গিল শতরানে পৌঁছলেন ১৯৪ বলে। ১০ বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি সমেত তিন অঙ্কের রানে পৌঁছন তারকা। ইন্দোর টেস্টে নাথান লিয়নকে স্টেপ আউট করে হাঁকাতে গিয়ে আউট হয়েছিলেন। আহমেদাবাদে অবশ্য সেই একই ভঙ্গিতে আগ্রাসী ভঙ্গিতে শুরু করলেন। ভয়ডরহীনভাবে ব্যাট করে গেলেন গোটা ইনিংসে।

দিনের ফার্স্ট সেশনে রোহিত শর্মা আউট হয়ে গেলেও দমানো যায়নি গিলকে। ৮৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তারপরে পূজারার সঙ্গে পার্টনারশিপে ভারতকে নিরাপদে পৌঁছে দিলেন। আর টি ব্রেকের ঠিক আগেই শতরানে পৌঁছে যাওয়া নিশ্চিত করে জাতীয় দলের এই তরুণ তুর্কি।

পূজারা আউট হয়ে যাওয়ার পরে মাঠে নেমে কোহলি শতরানের জন্য অভিবাদন জানান উঠতি তারকাকে। যাইহোক, ম্যাচ অবশ্য ড্রয়ের দিকে এগোচ্ছে। অস্ট্রেলিয়া ক্যামেরন গ্রিন এবং উসমান খোয়াজার জোড়া শতরানে ভর করে ৪৮০ তুলেছিল। রবিচন্দ্রন অশ্বিন টেস্ট কেরিয়ারের ৩২তম পাঁচ উইকেট শিকার করে যান। জবাবে ভারত শেষ আপডেট পর্যন্ত ২২৫/২ করেছে। রোহিত শর্মা (৩৫), চেতেশ্বর পূজারা (৪২) আউট হয়ে গেলেও ক্রিজে শুভমান গিল এবং কিছুক্ষণ আগে নামা বিরাট কোহলি রয়েছেন।

Cricket Australia Indian Cricket Team
Advertisment