খোয়াজা ‘ভীতু’, ‘বাংলাদেশি’! ১৮০ করেও পাকিস্তান কিংবদন্তির তোপের মুখে অস্ট্রেলীয় তারকা

উসমান খোয়াজাকে চরম অপমান করলেন পাকিস্তানি ক্রিকেটার

খোয়াজা ‘ভীতু’, ‘বাংলাদেশি’! ১৮০ করেও পাকিস্তান কিংবদন্তির তোপের মুখে অস্ট্রেলীয় তারকা

আহমেদাবাদ টেস্টে দুর্ধর্ষ ১৮০ রানের ইনিংস খেলে ক্রিকেট বিশ্বের শিরোনামে উঠে এসেছেন। দলকে ৪৮০ রানের স্কোরে পৌঁছে দিয়েছেন। তবে এরপরেই অজি ওপেনারকে অপমান করে বসলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। বলে দিলেন, ভীতু বাংলাদেশিদের মত খেলেছেন উসমান খোয়াজা।

ইউটিউবে পোস্ট করা ভিডিওয় বাসিত আলি বিষ্ফোরকভাবে বলে দিয়েছেন, “বাংলাদেশের ব্যাটসম্যানদের মত খেলল উসমান খোয়াজা। সারাক্ষণ ভীতুভাবে ব্যাট করে গেল। আমার মনে হয়েছে ওর ইনিংস ভীষণই স্বার্থপর। এই পিচে ৪২২ বল খেলে ১৮০ করেছে। একমাত্র ক্যামেরন গ্রিনকে দেখে মনে হয়েছে কোনও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।”

আরও পড়ুন: টুপি দিয়েই সমর্থককে বেদম পেটালেন! সাকিবের কাণ্ডে স্তম্ভিত ক্রিকেট মহল, দেখুন ভিডিও

খোয়াজার ১৮০ রানের ইনিংস কোনও অস্ট্রেলিয়ানের করা ভারতীয় মাটিতে তৃতীয় সর্বোচ্চ। ৬১১ মিনিট ক্রিজে টিকেছিলেন তারকা। ভারতের পিচে আর কোনও অস্ট্রেলিয়ান এত বেশিক্ষণ সময় ধরে ব্যাট করতে পারেননি। ১৯৭৯ সালে গ্রাহাম ইয়োলপ ইডেন গার্ডেন্সে ১৬৭ করার পথে ৫২০ মিনিট কাটিয়েছিলেন। সেটাই এতদিন কোনও অজি তারকার সবথেকে বেশি সময় ভারতের পিচে ব্যাট করার নজির ছিল। সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন খোয়াজা।

আহমেদাবাদে পাকিস্তানের ব্যাটিংয়ের ধরণ নিয়ে তুমুল সমালোচনা করে বাসিত আলি আরও বলেছেন, “অস্ট্রেলিয়ানদের দেখে মনে হচ্ছিল ১৯৭০-৮০ দশকের দলের কোনও দল। প্ৰথম দিন টসে জিতে স্কোরবোর্ডে মাত্র ২২৫ রান তুলল। মনে হচ্ছিল অস্ট্রেলিয়াই হয়ত সিরিজে ২-১ এগিয়ে রয়েছে। যদিও ভারত সিরিজে এগিয়ে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে বলেই ওঁরা এত রক্ষণাত্মক ব্যাটিং করে গেল।”

আরও পড়ুন: শামিকে কুরুচিকর আক্রমণ মোদির স্টেডিয়ামে! ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে খেপানো হল সুপারস্টারকে, দেখুন লজ্জার ভিডিও

যাইহোক, চলতি বর্ডার গাভাসকার ট্রফির প্ৰথম দুই টেস্ট-ই তিনদিনের মধ্যে শেষ করে ভারত ২-০ এগিয়ে গিয়েছিল। নাগপুর টেস্টে ভারত ইনিংস সহ ১৩২ রানে জিতেছিল। দিল্লি টেস্টে ভারত ৬ উইকেটে জয় পায়। ইন্দোরে দারুণভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে অস্ট্রেলিয়া ৯ উইকেটে সিরিজের ব্যবধান কমায়।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar trophy ind vs aus 4th test usman khawaja batted like timid bangladeshi says pakistan ex star basit ali

Next Story
টুপি দিয়েই সমর্থককে বেদম পেটালেন! সাকিবের কাণ্ডে স্তম্ভিত ক্রিকেট মহল, দেখুন ভিডিও
Exit mobile version