Advertisment

নো বল নয়, তবু আউট হয়েও আউট নন গিল! ICC-র গোপন নিয়ম এবার সরাসরি, দেখুন-জানুন

শুভমান গিল আউট হয়েও বেঁচে গেলেন, এই নিয়মে, জেনে নিন পুরোটা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চরম খারাপ ফর্মে থাকা কেএল রাহুলকে সরিয়ে ইন্দোর টেস্ট থেকেই ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয়েছিল শুভমান গিলকে। ইন্দোরের আন্ডার প্রিপেয়ার্ড পিচে সেরকম নজর কাড়তে না পারলেও গিলের ব্যাট ঝলসে উঠেছে আহমেদাবাদ টেস্টে। দুর্ধর্ষ শতরান করে ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছেন তিনি। চলতি বছরের তিন মাস পেরোতে না পেরোতেই তাঁর নামের পাশে আপাতত পাঁচ-পাঁচটা সেঞ্চুরি। তিন ফরম্যাটেই একই বছরে শতরান হাঁকিয়ে তিনি প্ৰথম ভারতীয় ওপেনার হিসাবে বিরল নজির গড়ে ফেলেছেন।

Advertisment

তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শতরান করার বহু আগেই আউট হয়ে যেতে পারতেন তরুণ তুর্কি। ভারতীয় ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। সেই সময় নাথান লিয়ন বোলিং করছিলেন। লিয়নের এক ঘূর্ণি ব্লক করতে গিয়ে গিল প্যাডে লাগিয়ে বসেন।

অজি অফস্পিনার যথারীতি আউটের আবেদন করলে আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। এরপরে ক্যাপ্টেন স্মিথের সঙ্গে আলোচনা করে রিভিউয়ের আবেদন করেন লিয়ন। রিভিউয়ে স্পষ্ট দেখা যায় বলের ইমপ্যাক্ট লাইন স্পর্শ করে গিয়েছিল। বল ট্র্যাকিং অপশনেও দেখা যায় বল স্ট্যাম্পে হিট করছে। তা সত্ত্বেও অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরো নিজের আগের সিদ্ধান্তেই বহাল থাকেন। এতেই অজি শিবিরে তুমুল ধন্দের জন্ম দেয়। অজি ক্রিকেটাররা সরাসরি এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে থাকেন।

আসলে, গিলকে যে নট আউট দেওয়া হল, তার নেপথ্যে তিন মিটার নিয়ম। আইসিসির নিয়ম অনুযায়ী, বলের ইমপ্যাক্টের সময় ব্যাটসম্যানের সঙ্গে স্ট্যাম্পের দূরত্ব যদি ৩ মিটার বা তাঁর বেশি হয়, তাহলে ব্যাটসম্যান 'বেনিফিট অফ ডাউট' পাবেন।

সেই জীবন পেয়ে আর ফিরে তাকাতে হয়নি গিলকে। একেবারে শতরান করে থেমেছেন। ২৩৫ বলে ১২৮ করে প্যাভিলিয়নে ফিরেছেন তারকা। সেই লিয়নই তাঁকে ফেরত পাঠিয়েছেন ৭৯ তম ওভারে। সেবারও লেগ বিফোর হয়ে ফেরেন তারকা। ব্যাকফুটে পাঞ্চ করতে গিয়ে আউট হন গিল।

Cricket Australia Indian Cricket Team ICC
Advertisment