/indian-express-bangla/media/media_files/2024/11/02/Wu2882rh88fgFqOhDCGF.jpg)
IND A vs AUS A: স্যাম কোন্টাস বোল্ড হয়েছেন মুকেশ কুকারের বলে (ক্রিকেট অস্ট্রেলিয়া)
India vs Australia, Border Gavaskar Trophy: প্রতিভার সুউচ্চ ইমারত থেকে যেভাবে লজ্জার অতলে ধসে গিয়েছে পৃথ্বী শ-এর কেরিয়ার, সেটাই এখন দৃষ্টান্ত দেখানো হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। পৃথ্বী শ-এর মতই পরিণতি হতে পারে অস্ট্রেলিয়ার উদীয়মান প্রতিভা স্যাম কোন্টাসের।
এমনটাই আশঙ্কা করছেন অজি কোচ নীল ডি কোস্টা। মাইকেল ক্লার্ক, ফিল হিউজেস-এর মত তারকাদের আন্তর্জাতিক ক্রিকেটের আলো দেখানো কোচ নীল ডি কোস্টা অজি ক্রিকেটে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। সিডনি মর্নি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এই অজি কোচের আশঙ্কা, "ভারতের বিরুদ্ধে তড়িঘড়ি করে স্যাম কোন্টাসকে অভিষেক ঘটালে সেটা কেরিয়ারে নেতিবাচক প্রভাব বয়ে আনতে পারে।"
ডেভিড ওয়ার্নারের অবসরের পর উসমান খোয়াজর ওপেনিং পার্টনারের সূলুক সন্ধান জারি রয়েছে অজি ক্রিকেটে। স্টিভ স্মিথকে ওপেনার নয়, চার নম্বরেই ব্যাটিং করানোর প্ল্যানিং রয়েছে অজিদের। ভারতীয়-এ দলের বিরুদ্ধে ৩৯ রান করা অজি এ দলের ওপেনার নাথান ম্যাকসোয়েনিকে ভাবা হচ্ছে ওয়ার্নারের বিকল্প হিসেবে। তবে অস্ট্রেলীয় ক্রিকেটের একাংশ আবার ম্যাকসোয়েনি নয়, কোন্টাসকে চাইছে।
১৯ বছরের কোন্টাস এই মুহূর্তে অস্ট্রেলিয়ার উঠতি তারকাদের মধ্যে সবথেকে সম্ভবনাময় প্রতিভা। তবে কোচ নীল ডি কোস্টা বলেছেন, "আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ টেস্ট খেলে ফেলতে পারে ও। তবে ভারতের বিপক্ষে ওঁকে যদি এখনই নামিয়ে দেওয়া হয়, তাহলে ১০ টেস্ট-ও হয়ত টিকবে না।"
বর্তমানে মার্নাস লাবুশেন-এর ব্যাটিং কোচ নীল ডি কোস্টা। তিনি অস্ট্রেলিয়ান দৈনিকে লিখেছেন, "ওঁকে এই মুহূর্তে খেলিয়ে দেওয়ার কথাবার্তা একদমই হাস্যকর। পৃথ্বী শ-এর কী হয়েছিল? ওঁর দুর্বলতা আমি এখনই দেখতে পাচ্ছি।"
সেই প্রতিবেদনে তিনি আরও লিখেছেন, "আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ তারকাদের ছুড়ে ফেললে।কী হতে পারে, তার সতর্কতামূলক দৃষ্টান্ত হিসাবে রয়ে যাবেন পৃথ্বী শ।"
২০১৮-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল পৃথ্বী শ-এর। প্ৰথম ম্যাচেই ১৩৪ করেন। অভিষেক ঘটানোর পর পৃথ্বী আর মাত্র চারটে টেস্ট খেলেছেন। গত মাসে মুম্বইয়ের রঞ্জি দল থেকেও বাদ গিয়েছেন।
READ THE FULL ARTICLE IN ENGLISH