Ire vs Zim: বাউন্ডারি বাঁচিয়ে দলের মুখ পোড়ালেন ফিল্ডার, বিপদে পড়ল দল! ভিডিওয় দেখুন আন্তর্জাতিক ম্যাচের মহা-কীর্তি
Ireland vs Zimbabwe: ম্যাচে জয়লাভ করে আয়ারল্যান্ড-ই। ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড একসময় বেশ বিপদে পড়ে গিয়েছিল ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে। এরপরে ম্যাকব্রায়েন এবং টাকার দুজনেই অর্ধশতরান করে দলকে জিতিয়ে দেন। একমাত্র টেস্টে ৪ উইকেটে জয় পায় আয়ারল্যান্ড।
IRE vs ZIM 5 runs video: দৌঁড়ে পাঁচ রান পূর্ণ করলেন আয়ারল্যান্ডের দুই ব্যাটার (টুইটার)
Record during Ireland vs Zimbabwe: আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টের আসর বসেছে বেলফাস্টে। সেই ম্যাচেই দেখা গেল অভূতপূর্ব ঘটনা। আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের সময় দুই আইরিশ ব্যাটার দৌড়ে পাঁচ রান পূর্ণ করলেন। এর আগে এমন ঘটনার সাক্ষী থাকেনি ক্রিকেট বিশ্ব। রবিবার একসঙ্গে পাঁচ রান নিয়ে ইতিহাসে উঠে গেলেন দুই আইরিশ ব্যাটার এন্ডি ম্যাকব্রায়েন এবং লরক্যান টাকার।
Advertisment
দৌড়ে পাঁচ রান কীভাবে সম্ভব?
জিম্বাবোয়ের হয়ে ১৮তম ওভারে বল করছিলেন রিচার্ড গারভা। তাঁর বলে এক্সট্রা কভারের দিয়ে শট হাঁকিয়েছিলেন আইরিশ তারকা এন্ডি ম্যাকব্রায়েন। লম্বা দৌড়ে সেই নিশ্চিত বাউন্ডারি থেকে বাঁচিয়ে দেন টেন্ডাই চাতারা। বাউন্ডারি লাইনের একদম সামনে থেকে নিশ্চিত চার রান বাঁচিয়ে দেন তিনি। তবে চার বাঁচানোর তাগিদে চাতারা বল রুখে দিলেও নিজে বাউন্ডারি লাইনের ধারে হোর্ডিংয়ে ধাক্কা খান। নিজের ভারসাম্য ফেরত এনে তিনি যখন বল ফেরত পাঠান, তার মধ্যেই দুই আইরিশ ব্যাটার দৌড়ে পাঁচ রান পূর্ণ করে নেন।
যাইহোক, ম্যাচে জয়লাভ করে আয়ারল্যান্ড-ই। ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড একসময় বেশ বিপদে পড়ে গিয়েছিল ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে। এরপরে ম্যাকব্রায়েন এবং টাকার দুজনেই অর্ধশতরান করে দলকে জিতিয়ে দেন। একমাত্র টেস্টে ৪ উইকেটে জয় পায় আয়ারল্যান্ড।
টসে জিতে আয়ারল্যান্ড বেলফাস্টে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল জিম্বাবোয়েকে। প্ৰথম ইনিংসে আফ্রিকান দলটি মাত্র ২১০ করে। জবাবে আয়ারল্যান্ড ২৫০ রান তুলে ৪০ রানের লিড নেয়। জিম্বাবোয়ে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ১৯৭ রানে অলআউট হয়ে যায়। জয়ের জন্য আয়ারল্যান্ডের টার্গেট দাঁড়ায় ১৫৮ রানের। ছয় উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা।