scorecardresearch

বিপিএল ম্যাচে বিড়ি ধরালেন বাংলাদেশি কোচ! বিতর্কের সুনামিতে ভেসে গেল পদ্মাপাড়ের ক্রিকেট

বিপিএল ম্যাচ চলাকালীন ভয়ঙ্কর বিতর্কে কোচ খালেদ মাহমুদ

বিপিএল ম্যাচে বিড়ি ধরালেন বাংলাদেশি কোচ! বিতর্কের সুনামিতে ভেসে গেল পদ্মাপাড়ের ক্রিকেট

বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। গত কয়েক বছরে আড়ে-বহরে অনেকটাই বেড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দুনিয়ার সেরা সেরা ক্রিকেটাররা খেলতে আসেন বিপিএল-এ। বর্তমানে বাংলাদেশে চুটিয়ে চলছে বিপিএল।

শনিবার রুদ্ধশ্বাস লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স। ম্যাচে হল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ ওভারে খুলনার জয়ের জন্য দরকার ছিল নয় রান। হাবিবুর রহমান ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের সীমানায় পৌঁছে দেন। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচেই এবার বিতর্কের শিরোনামে উঠে এলেন খুলনা কোচ খালেদ মাহমুদ।

বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার খালেদ মাহমুদ। জাতীয় দলের হয়ে ১২ টেস্ট, ৭৭ টি ওয়ানডে খেলেছেন। জাতীয় দলের ক্যাপ্টেন তো বটেই কোচও ছিলেন। সেই খালেদ মাহমুদকেই রুদ্ধশ্বাস বিপিএল ম্যাচে দেখা গেল ধূমপান করতে। আন্তর্জাতিক ক্রিকেটে বহুবছর চুটিয়ে খেলা তারকা কীভাবে এভাবে ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠে ধূমপান করলেন, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ম্যাচের ক্যামেরায় ধরা পড়ে যায় উত্তেজনা সহ্য করতে না পেরে তিনি ডাগ আউটে বসেই সুখটান দিচ্ছেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

তাঁর এহেন কাণ্ডের পর বাংলাদেশ ক্রিকেট থেকে খালেদ মাহমুদকে নিষেধাজ্ঞার দাবি উঠে গিয়েছে। বিপিএল আয়োজক বিসিবির তরফ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ১৬৯/৮ তুলেছিল। ডোয়েন প্রিটোরিয়াস ২৯ বলে ৪৮ করে যান। বল হাতে খুলনার মহম্মদ সাইফুদ্দিন ২০ রানে ৪ উইকেট তুলে নেন। সেই রান তাড়া করে খুলনা জয় ছিনিয়ে নেয় তিন বল বাকি থাকতে। মাহমুদুল হাসান জয় ৪৩ বলে ৬৪ করে যান।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Bpl 2023 coach khaled masud midst of smoking controversy during fortune barishal vs khulna tigers