/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/naseem-shah.jpeg)
স্বদেশীয় আজম খানের শারীরিক গঠন নিয়ে মাঠেই হাসাহাসি করছিলেন নাসিম শাহ। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম খুলনা টাইগার্সের। সেই ম্যাচেই ধুন্ধুমার বাঁধিয়ে দিলেন দুই পাকিস্তানি। হাতাহাতি করে।
আজম খান ক্রিজে নামার সময়ে তাঁর সঙ্গে দৌড়ে গিয়ে মজা করতে শুরু করেন পাকিস্তানের জাতীয় দলের তারকা নাসিম শাহ। তবে আজম খান পাত্তা না দিয়ে নাসিম শাহকে ঠেলে দেন। ঘটনা সেখানেই শেষ হয়নি। ক্রিজে আজম খানের চলার ভঙ্গি নকল করে দেখাতে যান নাসিম।
Naseem Shah teasing Azam Khan at the Bangladesh Premier League #BPL2023#Cricketpic.twitter.com/IsJgBLcE0i
— Saj Sadiq (@SajSadiqCricket) January 31, 2023
স্বদেশীয় ক্রিকেটারকে বিদেশের ক্রিকেট লিগে এভাবে অপমান করায় ক্ষুব্ধ পাকিস্তানি ক্রিকেট মহল। একজন লেখেন, "পাকিস্তানেরই আজম খানকে নিয়ে ব্যঙ্গ করা মোটেই মজার নয়।"
Naseem Shah 😅#BPL2023pic.twitter.com/rr2VNi8kRx
— Grassroots Cricket (@grassrootscric) January 31, 2023
Naseem shah is doing arrogant bully behavior now 🤮 look at how he is making fun of Azam khan.
He should be fine and banned 💯#Naseemshah#Azamkhamhttps://t.co/zEMJGtZNNj— 🇵🇰 (@TeamHasnaiin) February 1, 2023
অন্য একজন লেখেন, 'আমরা সকলেই জানি নাসিম শাহ কতটা পরিণত এবং নিষ্পাপ। হয়ত ও ভুল করেছে। তবে আমার মনে হয় না ও শারীরিকভাবে কোনও কটূক্তি করেছে। পাশাপাশি শাদাব খান যখন একই কাণ্ড ঘটিয়েছিলেন কেউ কিন্তু নেতিবাচক কমেন্ট করেননি। নাসিমের ওপর এতটাও রূঢ় হওয়া উচিত নয়। ও ভবিষ্যতে শিখবে।" লিখেছেন অন্য এক টুইটার ব্যবহারকারী।
যাইহোক, আজম খান অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। চার বলে একটা বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১২ রান করেন। অন্যদিকে, নাসিম শাহ নিজের ৪ ওভারের স্পেলে ৩৪ রান খরচ করে মাত্র ১ উইকেট নেন।
Read the full article in ENGLISH