/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/Shoaib-sana.jpg)
Shoaib Malik spot fixing allegations: বিচ্ছেদ হয়েই গিয়েছে শোয়েব-সানিয়ার (টুইটার)
Shoaib Malik spot fixing in BPL 2024: সদ্যই নতুন বিয়ে করেছেন। তৃতীয়বার বিয়েতে আবদ্ধ হওয়ার পর সময়টা মোটেই ভাল যাচ্ছে না। সানিয়া মির্জার সঙ্গে দীর্ঘ তেরো বছরের দাম্পত্যে ছেদ ফেলে তিনি তীব্র সমালোচিত হয়েছেন ভারত-পাকিস্তান উভয় দেশেই। বিয়ের দিনেই বিগ ব্যাশ লিগে শোয়েব মালিক নজির গড়েছিলেন টি২০-তে ১৩ হাজার রানের নজির গড়ে।
তবে বাংলাদেশে বিপিএল খেলার অভিজ্ঞতা মোটেই সুখকর হল না পাকিস্তানি তারকার কাছে। ফরচুন বরিশালের জার্সিতে খুলনা টাইগার্স-এর বিপক্ষে নেমেছিলেন শোয়েব। তবে সেই ম্যাচেই তিনি আলোচনায় উঠে আসেন নো বলের হ্যাটট্রিকের কারণে। তাঁর বিবাহের সংখ্যা এবং নো-বল সমানুপাতিক হওয়ার দিকে ইঙ্গিত করে নেটিজেনরা বিদ্রুপ-ও করেন নেটমহলে।
আরও পড়ুন- ইন্ডিয়া সিরিজ বয়কট করুক ইংল্যান্ড! বশিরের ‘অপমানে’ বিলেতের মাটিতে ভারত-বিরোধী ঝড়
🚨 BREAKING: Fortune Barisal has terminated the contract of Shoaib Malik on the suspicion of "fixing". During a recent match, Malik, who is a spinner, bowled three no balls in one over. Mizanur Rahman, the team owner of Fortune Barishal, has confirmed the news. #BPL2024pic.twitter.com/3dsVDmPaxT
— Muhammad Arslan Akbar 🇵🇰 (@itsarsalawan) January 26, 2024
তবে এই নো বল নিয়েই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। হঠাৎ করেই তাঁর সঙ্গে চুক্তি ছিন্ন করেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। তিনি বাংলাদেশ ছেড়ে উড়ে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। টানা তিনটে নো বল করায় তাঁর বিরুদ্ধে উঠে গিয়েছে স্পট ফিক্সিংয়ের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, শোয়েব নো বল করার সময় নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটার রান নেওয়ার জন্য প্রস্তুত-ই ছিলেন না। এই বিষয় নিয়েই তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়া।
Shoaib Malik's BPL contract has been terminated over suspicion 'match fixing' case after his 3 No Balls. #ShoaibMalik#BPL2024#BPL24pic.twitter.com/Gb0ZlqBwbH
— S I D (@IMSiD56) January 26, 2024
Shoaib Malik's BPL contract has been terminated over suspicion 'match fixing' case after his 3 No Balls.pic.twitter.com/8wdYKCZhEl
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 26, 2024
Official Statement on Shoaib Malik 👇
Rumors refutedpic.twitter.com/FCJyv79aPE— PakPassion.net (@PakPassion) January 26, 2024
এর মধ্যেই বিপিএল ছেড়ে দেওয়ার সেই জল্পনা আরও জোরালো হয়েছে। স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার জন্যই কি পাক তারকাকে ছেড়ে দেওয়া হল? এই বিষয়ে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজির তরফে স্পষ্ট কিছু বার্তা না দেওয়া হলেও বলা হয়েছে, তিনি বাকি সিজন আর খেলবেন না বরিশালের হয়ে। একাধিক বাংলাদেশি প্রচার মাধ্যমে বলা হয়েছে, শোয়েবের সঙ্গে চুক্তি ছিন্ন করেছে বরিশাল। তাঁর জায়গায় পাকিস্তানেরই আহমেদ শেহজাদকে সই করিয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি।