গান গেয়ে দুনিয়া মাত করে দিয়েছিলেন ডিজে ব্র্য়াভো। সে গান ছিল চ্যাম্পিয়ন। পার্টি থেকে শুরু করে খেলার মাঠ। শেষ কয়েক বছর সেলিব্রেশনের মুডে শুধুই বেজেছে ডোয়েন ব্র্যাভোর চ্যাম্পিয়ন। চেন্নাই সুপার কিংসের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার নিয়ে এসেছেন নতুন গান, রান দ্য ওয়ার্ল্ড। গত ৮ এপ্রিল এই গানের ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন ব্র্যাভো। এই মুহূর্তে প্রায় পাঁচ লক্ষ মানুষ দেখে ফেলেছেন, রান দ্য ওয়ার্ল্ড।
A post shared by Dwayne Bravo (@djbravo47) on
নতুন গানের লঞ্চে ফ্লোর মাতালেন বিরাট কোহলি। ব্র্যাভোর সঙ্গে পা মেলালেন তাঁর সিএসকে সতীর্থ হরভজন সিং। নাচে মাততে দেখা গেল লোকেশ রাহুলকেও। ঘটনাচক্রে বিরাটের সাজানো মঞ্চেই লাইমলাইট কাড়লেন ব্র্যাভো। রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন স্পোর্টস লাইফস্টাইল ব্র্যান্ড নিউ এরা ইন্ডিয়ার সঙ্গে নয়া চুক্তি করে হেডওয়ার এনেছেন। সেই ইভেন্টে এসে ব্র্যাভো নেচে-গেয়ে মাতিয়ে দিলেন। এই অনুষ্ঠানে ব্র্যাভোর থেকে দুর্দান্ত সার্টিফিকেট পেলেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার বিরাটকে ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেই আখ্যা দিয়েছেন।
আইপিএল সূত্রে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ব্র্যাভোর দুর্দান্ত সম্পর্ক। চেন্নাইতে খেলার সুবাদে এই দেশ তাঁর দ্বিতীয় দেশ হয়ে উঠেছে। ক্রিকেট খেলার পাশাপাশি গান বাজনা ও অভিনয়ের প্রতিও ঝোঁক রয়েছে ডিজে ব্র্য়াভোর। ভারতেই বেশ কয়েকটি মিউজিক ভিডিও শ্যুট করেছেন তিনি।
আইপিএল ইলেভেন দু বছর পর প্রত্যাবর্তন করেছে সিএসকে। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঝলসে ওঠে ব্র্যাভোর ব্যাট। ৩০ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই ধোনি অ্যান্ড কোং এক উইকেটে জিতে যায়।