scorecardresearch

বিশ্বকাপের মাঝেই কোপা আমেরিকা, কারা বাদ গেলেন ব্রাজিল দল থেকে?

সামনের মাসেই বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টে মাতবে বাইশ গজ। আর ব্যাট-বলের মহারণের মাঝেই কিন্তু লাতিন আমেরিকা মজবে তাদের প্রিয় ফুটবল টুর্নামেন্টে।

Brazil announces the Copa America team, 8 stars snubbed
বিশ্বকাপের মাঝেই কোপা আমেরিকা, কারা বাদ গেলেন ব্রাজিল দল থেকে? (ছবি-টুইটার)

সামনের মাসেই বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টে মাতবে বাইশ গজ। আর ব্যাট-বলের মহারণের মাঝেই কিন্তু লাতিন আমেরিকা মজবে তাদের প্রিয় ফুটবল টুর্নামেন্টে। আগামী ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ফুটবলের মক্কা ব্রাজিলে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। ৪৬ তম সংস্করণ এবার। ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিশ্বকাপের পর ইউরো কাপ আর কোপা নিয়েই ফুটবলবিশ্বে একটা আলাদা উন্মাদনা থাকে। আবার একবার মেসি বনাম নেইমার।

আয়োজক দেশ ব্রাজিল তাদের দল ঘোষণা করে দিয়েছে। সেলেকাওরা ২০১৬ সংস্করণে এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছিল। তিতের শিষ্য়রা চাইবে নবমবারের জন্য় কোপায় নিজেদের নাম লেখাতে। ১৪ জুন ব্রাজিল বলিভিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে। আর চারদিন পরেই ভেনেজুয়েলার সঙ্গে খেলবে তারা।

আরও পড়ুন: কোপার ফাইনাল হবে মারাকানায়


আগামী ২২ জুন গ্রুপ পর্যায় তাদের শেষ ম্যাচ। তিতের কোচিংয়ে ব্রাজিল এখনও পর্যন্ত দু’টি ম্যাচ হেরেছে। এর মধ্যে রয়েছে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের কাছে ২-১ হার। টুর্নামেন্টে ফেভারিট হয়েই নামবে তারা। তিতে কোপার জন্য ২৩ সদস্যের দল বেছে নিয়েছে। কাতার আর হন্ডুরাসের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচ খেলেই কোপায় নামবে তাঁর টিম। এই দলে তিতে রাখেননি রিয়াল মাদ্রিদের বিস্ময় ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র এবং ওই দলেরই রক্ষণের স্তম্ভ মার্সেলোকে। জায়গা পাননি লিভারপুলের ফাবিনহো। আটজন তারকা ফুটবলারকে বাদ দিয়েই দল বেছে নিয়েছে ব্রাজিল। এই নিয়েই তিতেকে কিছুটা হলেও সমালোচনা সহ্য করতে হয়েছে।

কোপায় ব্রাজিল দল:

গোলকিপার: ‌অ্যালিসন, ক্যাসিও, এডারসন

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ড্যানিয়েল আলভেস, এডার মিলিতাও, ফ্যাগনার, ফিলিপ লুইস, মারকুইনহোস, মিরান্ডা, থিয়াগো সিলভা

মিডফিল্ডার: অ্যালান, আর্থার, ক্যাসেমিরো, ফার্নান্দিনহো, প্যাকুয়েতা, কুটিনহো

ফরোয়ার্ড: নেরেস, এভার্টন, ফার্মিনো, গ্য়াব্রিয়েল জেসাস, নেইমার, রিচারলিসন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Brazil announce copa america squad 8 stars snubbed103563