ব্রাজিল-২ ( জেসুস ১৯', ফিরমিনো ৭১')
আর্জেন্তিনা-০
১২ বছর পর ফের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল। বুধবার সকালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনা কে ২-০ গোলে হারিয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠ দলের শিরোপা ছিনিয়ে নেওয়ার ফাইনাল ল্যাপে চলে এল তারা। এই টুর্নামেন্টে আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
শেষবার ২০০৭ সালে কোপার মুকুট উঠেছিল তাদের মাথায়। ১১ বছর পর আবার তাদের সামনে ইতিহাস লেখার হাতছানি। ২০০৭-এর পরের দু'টো আসরে সেলেকাওদের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। ২০১৬ সালে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় নেইমাররা।
আরও পড়ুন, সেমিফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা! ধুন্ধুমার মহারণের উত্তাপ এখন থেকেই
এদিন বেলো হোরাইজনতের মিনেইরো স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ড্রাইভারের সিটে ছিল তিতের শিষ্যরা। বল দখল আর আক্রমণে মেসির আর্জেন্তিনাকে গলদঘর্ম হতে হচ্ছিল। মেসি গত চার ম্যাচে নিজের ছায়া হয়ে মাঠে ছিলেন। কিন্তু এদিন মেসিমার্কা ফুটবলের ঝলক দেখিয়েও দলকে তুলতে পারেননি টেনে। ম্যাচের ১৯ মিনিটেই প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। একেবারে দলগত প্রয়াসে গোলটি আসে। দানি আলভেস দু'জনকে কাটিয়ে নিয়ে রবার্তো ফিরমিনোকে পাস বাড়ান। লিভারপুলের এই চাবুক ফরোয়ার্ড ডি-বক্সের মুখে বল সাজিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুসকে। বিরতিতে ১-০ এগিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
খেলার দ্বিতীয়ার্ধে আর্জেন্তিনা দারুণ ভাবে জাঁকিয়ে বসে ম্যাচে। বেশ কয়েকটা গোলের সুযোগও চলে আসে। কিন্তু ভাগ্যদেবী আজ ব্রাজিলের হয়েই জয় লিখে দিয়েছিলেন। ম্যাচের ৭১ মিনিটে জেসুসের মাঝমাঠ থেকে বাড়ানো অসাধারণ পাসে ফিরমিনো অনায়াসে গোল করে স্কোরলাইন ২-০ করেন। আগামী রবিবার রিও ডি জেনেইরোতে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে গত দু'বারের চ্যাম্পিয়ন চিলি বা পেরুর মধ্যে যে কোনও এক দল।