scorecardresearch

বড় খবর

চেনে বেঁধে ভয়ঙ্কর মারধর! বিশ্বকাপ জেতাতে ব্যর্থ হওয়ায় ব্রাজিল কোচকে মেরে ফাটাল ডাকাত

বিশ্বকাপ জিততে না পারার জন্য ভয়ঙ্কর শাস্তির মুখে ব্রাজিল কোচ

চেনে বেঁধে ভয়ঙ্কর মারধর! বিশ্বকাপ জেতাতে ব্যর্থ হওয়ায় ব্রাজিল কোচকে মেরে ফাটাল ডাকাত

বিশ্বকাপ জিততে পারেননি। সেই কারণে এবার রিও ডি জেনেইরোর রাস্তায় প্রকাশ্যে ছিনতাইয়ের মুখে পড়তে হল ব্রাজিলের সদ্য প্রাক্তন কোচ তিতেকে। এমনটাই জানিয়েছে, ব্রাজিলের ‘ও গ্লোবো’ সংবাদপত্র। বিশ্বকাপ।জিততে পারেননি বলে চেনে বেঁধে প্রকাশ্য রাস্তায় মারধর করা হয় তিতেকে।

২০১৬ থেকেই জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন তিতে। তিন বছর আগেও দেশকে কোপা আমেরিকা জিততেও সাহায্য করেছিলেন। তবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর তিতে পদত্যাগ করেন।

আরও পড়ুন: ক্রোয়েশিয়া ম্যাচে টাইব্রেকারে কেন শট নেননি নেইমার, রহস্য ফাঁস করলেন কোচ তিতে

কাতারে বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট ছিল তিতের ব্রাজিল। তবে এবারেও হেক্সা জয়ের স্বপ্ন পূরণ হয়নি। তাঁর কোচিংয়ে ব্রাজিল ২০১৯-এ কোপা জেতার পরে ২০২১-এ আর্জেন্টিনার কাছে হেরে রানার্স হয়। তবে ২০১৮ এবং ২০২২ দুই বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনালের গন্ডি পেরোতে পারেনি ব্রাজিল। দুই বিশ্বকাপে ব্রাজিলকে ঘরে পাঠিয়েছিল বেলজিয়াম এবং ক্রোয়েশিয়া।

ব্রাজিলের বিশ্বকাপ।বিপর্যয়ের পরে তিতে জানিয়েছিলেন, “খুব হৃদয় বিদারক বিদায়ের সাক্ষী থাকতে হল আমাদের। তবে শান্তির সঙ্গেই আমার কোচিং মেয়াদ শেষ হচ্ছে। আমি দেড় বছর আগেই ঠিক করে নিয়েছিলাম কাতার বিশ্বকাপের পর সরে যাব। আমি এমন নই যে এখানে জিতে ম্যানেজারের পদ আঁকড়ে বসে থাকব। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Brazil coach tite blasted and chained as he failed to guide world cup trophy