/indian-express-bangla/media/media_files/2025/05/05/l6PGL44CL3VHddgTJZ7q.jpg)
ব্রাজিল ফুটবল জার্সির রং পরিবর্তন
Brazil Football Team: বিশ্ব ফুটবলে ব্রাজিলের অবদান নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই দেশ থেকে উঠে এসেছেন একাধিক কিংবদন্তী ফুটবলার। পেলে (Pele), রোনাল্ডো, রিভাল্ডো, কাফু কতই না কিংবদন্তী ফুটবলারের জন্ম দিয়েছে। ৯০ মিনিটে লড়াইয়ে ঝড় তুলতেন 'এক সে বঢ়কর এক' তারকা। কিন্তু আপনারা কি জানেন, ব্রাজিল জার্সির রং আগে হলুদ-সবুজ ছিল না। ছিল নীল-সাদা রংয়ের। কিন্তু কেন এই জার্সির রং পরিবর্তন করা হল? আসুন, সেই ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক।
ব্রাজিলের জার্সির রং বদলানোর গল্পটা এবার শুরু করা যাক। গল্পটা হল, ১৯৫০ সালের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup) ফাইনালে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল। আর এই পরাজয়ের পর ব্রাজিল সমর্থকদের হৃদয় একেবারে ভেঙে গিয়েছিল। সেইসময় সাম্বা সমর্থকরা আচমকা দাবি তুলতে শুরু করে, এই জার্সির রংয়েই নাকি সমস্যা রয়েছে। আর এই রংয়ের কারণেই নাকি বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছিল তাদের প্রিয় দল।
FIFA World Cup 2018, Brazil Vs Belgium: ব্রাজিল ফিরছে দেশ, বাঙালির বিশ্বকাপ কার্যত শেষ
আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার
এই সমস্যা সমাধান করার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন ১৯৫৩ সালে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। ব্রাজিলের জন্য নতুন জার্সি ডিজাইন করার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় মাত্র ১৯ বছর বয়সি এক শিল্পী সবাইকে চমকে দেন। নাম আলডায়ার গার্সিয়া। সে এই প্রতিযোগিতায় জয়লাভ করে। আর সেই শিল্পীই ব্রাজিলের এই নতুন হলুদ-সবুজ জার্সি ডিজাইন করেছিল। তারপর বাকিটা ইতিহাস। ১৯৫৪ সালের ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিল এই জার্সিতেই খেলতে নেমেছিল। পেলে থেকে নেইমার, সকলেই কমবেশি এই জার্সিতে খেলতে নেমেছে।
ফের বদলে যাবে ব্রাজিল ফুটবল জার্সির রং
সম্প্রতি শোনা যাচ্ছে, ব্রাজিলের জার্সির রং আরও একবার পরিবর্তন হতে পারে। হলুদ থেকে জার্সির রং লাল করে দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠতে শুরু করেছিল। যদিও, এই লাল রং নিয়ে অনেকেই আপত্তি তুলতে শুরু করেছেন। অভিযোগ করা হচ্ছে, ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এবং তাঁর ওয়ার্কার্স পার্টি এবং ভূমিহীন কৃষক আন্দোলনের সঙ্গে এই লাল রংটি। আর এখানেই উঠতে শুরু করেছে যত আপত্তি। শেষপর্যন্ত, কোথাকার জল কতদুর গড়ায়, সেটাই আপাতত দেখার।