Advertisment

জাল পাসপোর্ট সহ প্যারাগুয়েতে আটক রোনাল্ডিনহো

৩৯ বছরের রোনাল্ডিনহো প্যারাগুয়েতে এসেছিলেন নিজের একটি বইয়ের প্রচারে। পাশাপাশি, দরিদ্র শিশুদের উন্নতিকল্পে কিছু চ্যারিটি ইভেন্টেও তাঁর অংশ নেওয়ার কথা ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
ronaldinho fake passport

ব্রাজিলের প্রাক্তন মহাতারকা ফুটবলার রোনাল্ডিনহোকে জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকার অভিযোগে আটক করল সে দেশের পুলিশ। প্যারাগুয়ের অ্যাসুনশিও শহরের এক হোটেল থেকে রোনাল্ডিনহো এবং তাঁর ভাইকে আটক করা হয়। হোটেলের ঘর থেকে বাজেয়াপ্ত হয় তাঁদের জাল পাসপোর্ট।

Advertisment

তদন্ত শুরু হয়েছে, এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রোনাল্ডিনহোর হোটেল থেকে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। প্যারাগুয়ের এক মন্ত্রী ই.এস.পি.এন-কে জানিয়েছেন, রোনাল্ডিনহো এবং তাঁর ভাইকে এখনও গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে।

৩৯ বছরের রোনাল্ডিনহো প্যারাগুয়েতে এসেছিলেন নিজের একটি বইয়ের প্রচারে। পাশাপাশি, দরিদ্র শিশুদের উন্নতিকল্পে কিছু চ্যারিটি ইভেন্টেও তাঁর অংশ নেওয়ার কথা ছিল। ২০১৯-এর জুলাইয়ে আয়কর বকেয়া রাখার অভিযোগে তাঁর ব্রাজিলীয় এবং স্প্যানিশ পাসপোর্ট বাজেয়াপ্ত হয়। এবার প্যারাগুয়েতে জাল পাসপোর্ট বানিয়ে ঢোকার অভিযোগে অভিযুক্ত ফুটবল দুনিয়ার এই সুপারস্টার।

প্যারাগুয়ে স্টেট প্রসিকিউশন সার্ভিসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “বাজেয়াপ্ত হওয়া নথিপত্রের সত্যতা যাচাই করার প্রক্রিয়া চলছে। দুটি পাসপোর্ট, একটি আইডেন্টিটি কার্ড এবং কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে।”

প্যারাগুয়ের মন্ত্রী ইউক্লিডিস অ্যাসেভেডো সংবাদ সংস্থা এ.এফ.পি-কে বলেছেন, “বৃহস্পতিবার সকালে সরকারি কৌসুলির অফিসে রোনাল্ডিনহোর বক্তব্য শোনা হবে।”

Advertisment